বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া

নতুন কমিটিতে সভাপতি জহুরুল, সম্পাদক আরাফাত মোল্লা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৭ জুন ২০২৩

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম)-এর ২০২৩-২০২৪ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি এ কমিটি গঠন করা হয়।

কুয়ালালামপুরে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় (ইউটিএম) অনুষ্ঠিত বিশেষ সভায় নবগঠিত কমিটিতে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) পিএইচডি গবেষক মুহাম্মদ জহুরুল ইসলামকে সভাপতি এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) স্নাতকে অধ্যয়নরত মুহাম্মাদ নাসিম আরাফাত মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়।

jagonews24

অন্যান্য পদে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন বিএসইউএমের প্রতিষ্ঠাতা সভাপতি, এক্সট্রা অর্ডিনারি কমিটির প্রধান ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার সহ অধ্যাপক মুহাম্মদ মুহিউদ্দিন মাহি।

বিভিন্ন পদে যাদের নাম ঘোষণা করেন যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইউকেএমর মির্জা মুস্তাফিজুর রহমান, আইআইইউএম’র মুহাম্মদ আরিজি উলফি, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার গাজী আবু হুরায়রা, ইউএমপির আরিফ হোসাইন, এবং ইউপিএমর হাসিব মুহাম্মদ তুষার।

অন্যন্য নির্বাচিত সদস্যরা যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইউনিটেনর আশরাফুল গনি পাবেল, সহকারি সাধারণ সম্পাদক পদে সিটি ইউনিভার্সিটির জাকিয়া কামাল, অর্থ সম্পাদক পদে আইআইইউএমর মুহাম্মদ সফিউল্লাহ, যুগ্ম অর্থ সম্পাদক পদে ইউপিএমর মাহিয়ান জলিল, সহ অর্থ সম্পাদক পদে ইউএমর আশরাফুল আশিক, সাংগঠনিক সম্পাদক পদে এমএমইউর মুহাম্মদ ইশতিয়াক আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে ইউইউএম’র হাসিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক পদে আইআইইউএম’র সাজ্জাদ সিকদার সানি।

jagonews24

নির্বাহী সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন ইউপিএম থেকে ওসমান হারুন, ইউকেএম থেকে মুস্তাফিজুর রহমান, আইআইইউএম থেকে মুন্তাসির সিয়াম, জাফর জুনায়েদ, মুহাম্মদ রফিক, আবু হানিফা, আব্দুল্লাহ আল জুবায়ের, মেকদাম বিন মামুন আদিব, সিটি ইউনিভার্সিটি থেকে আল আমিন, ইউনিটেন থেকে মনজুরুল ইসলাম, ফাহমিদা ইসলাম, ইউটিএম থেকে মুহাম্মদ ইউছুফ বিন ফোরকান, হাফিজ মুন্তাসির মিশান, আল বুখারি ইউনিভার্সিটি থেকে মুহাম্মদ জামাল হোসেন, আরিফা হাবিবা, জাহিদুল ইসলাম, ইউএমপি থেকে মুহাম্মদ শাফায়েত মাওলা এবং ফেরদৌস আলম।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২০ হাজার ছাত্রছাত্রীদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ শিক্ষার্থীদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন সেমিনার, ক্যারিয়ার ক্যাম্প, প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে।

বিশেষ এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিএসইউএমের উপদেষ্টা ড. মুহাম্মদ আবুল বাশার, মালয়েশিয়ায় যুব উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত, মালয়েশিয়ার জাতীয় যুব কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও এশিয়া আফ্রিকা ইয়ুথ গভর্নমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট জুফিতরি যোহা, বিএসইউএমর সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রমুখ।

jagonews24

বিএসইউএমের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ কমিটির কাজে সন্তোষ প্রকাশ করেন এবং নতুন কমিটিকে এ সফলতার ধারা অব্যাহত রাখার দিক নির্দেশনা দেন। অতিথিরাও বিএসইউএম এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং নেতৃত্বের গুণাবলী নিয়ে দীর্ঘ আলোচনা রাখেন।

নব নির্বাচিত সভাপতি নতুন কমিটির সদস্যদের অভিনন্দন ও সাবেক কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে কমিটি ঘোষণা ও বিশেষ সভার কার্যক্রম সমাপ্ত হয়।

এমআইএইচএস/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]