ইতালিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

যথাযোগ্য মর্যাদায় ইতালির নাপলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এই প্রথম বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাপলিতে বসবাসরত আওয়ামী লীগ নেতা মামুন হাওলাদার, এসকান্দার আলী, হাজী বাচ্চু মাল, হাজী কবির মোড়লের যৌথ উদ্যোগে ২০ আগস্ট স্থানীয় একটি হলে সভার আয়োজন করা হয়।
আনোয়ার হোসেন হিরনের সভাপতিত্বে তোফায়েল আহমেদ ও শামীম মৃধার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সঞ্জয় বালা, সৈয়দ রাজীব, জামাল ফেরদৌস, রানা আলী, গোলাম মোস্তফা, হান্নান, ইমরান মুন্সী, সজীব আকনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা করেন। তার স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করতে পারার অসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। বক্তারা আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকারপ্রধান করতে নৌকায় ভোট দিতে প্রবাস থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে আগামীতে নাপলি সেন্টারে ঐক্যবদ্ধভাবে নাপলি আওয়ামী লীগ কমিটি গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করারও আহ্বান জানান।
সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন মাওলানা জাকির হোসেন জাকারিয়া।
এমআরএম/এএসএম