স্বাধীনতা দিবসে মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের আলোচনা সভা


প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৬ মার্চ ২০১৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া। শনিবার রাতে কুয়ালালামপুরে কার্যালয়ে আয়োজন করা হয় এ আলোচনা সভার। কমিউনিটি প্রেসক্লাবের সদস্য কায়সার হামিদ হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের আরেক সদস্য শামছুজ্জামান নাঈম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনচেতা মানুষ। শোষকের বিরুদ্ধে নয় মাসের সংগ্রাম শেষে বিশ্বের বুকে উড্ডীন করেছিল লাল-সবুজের পতাকা। ৫৪`র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬`র ছয় দফা আন্দোলন। পঞ্জিকার পথ বেয়ে আসে ১৯৬৯। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কেঁপে ওঠে জেনারেল আইয়ুব খানের মসনদ। জনতার সাগরে তৈরি হয় উন্মাতাল স্রোতধারা। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে গৌরবোজ্জ্বল বিজয়ের সোনালি দিনে সশ্রদ্ধচিত্তে প্রবাসে থেকেও স্বরণ করছি বীর সেনানিদের।


বক্তারা অারো বলেন, মালয়েশিয়ায় দশ লক্ষাধিক বাংলাদেশি বাস করছেন। যারা প্রতিনিয়ত দেশে পাঠাচ্ছেন তাদের কষ্টার্জিত অর্থ। এ প্রেসক্লাবের সদস্যরা লেখনির মাধ্যমে প্রতিনিয়ত প্রবাসীদের সুখ-দুঃখের কথা দেশের মানুষের কাছে তুলে ধরছি। এ সময় বর্তমান সময়ের আলোচিত সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাসহ সকল হত্যা ও ধর্ষণের বিচার দাবি করেন প্রবাসী সাংবাদিকরা।


বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাবেক সভাপতি এসএম রহমান পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সন্মানিত সদস্য আহমাদুল কবির, আমিনুল ইসলাম রতন, বশির আহমেদ ফারুক, রফিকুল ইসলাম রফিক, মোস্তফা ইমরান রাজু। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য কাজী আশরাফুল ইসলাম, মোস্তাক রয়েল, আলাউদ্দিন প্রমুখ।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]