আবুধাবিতে স্পিডবোট দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মুহাম্মাদ ইছমাইল
মুহাম্মাদ ইছমাইল মুহাম্মাদ ইছমাইল , আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৮ নভেম্বর ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্পিডবোট দুর্ঘটনায় মুহাম্মদ মোক্তার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আরব সাগরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সাপ্তাহিক ছুটির দিনে মোক্তার বন্ধুদের নিয়ে সাগরে মাছ শিকারে যেতেন। রোববার সন্ধ্যায় মাছ ধরতে গেলে আরব সাগরে তাদের স্পিডবোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক সাহায্যের জন্য আরেকটি স্পিডবোট এগিয়ে আসে, দড়ি দিয়ে টেনে আনার সময় দড়ি ছিড়ে যাওয়ায় ধাক্কা লেগে মোক্তার হোসেনের স্পিডবোট উল্টে যায়। তখন সাঁতার না জানায় মোক্তার সাগরে তলিয়ে যায়। এ সময় নিহত মোক্তারের দুই বন্ধু জুবায়ের ও মোহাম্মদ নবী হোসেন তীরে উঠতে সক্ষম হয়।

নিহত মোক্তার হোসেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। সে পরিবার-পরিজন নিয়ে আবুধাবিতে বসবাস করতেন। তার দুই বন্ধু আহত হয়ে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রাম বলে জানা যায়।

এ ঘটনায় বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে নিহত মোক্তারের মরদেহ আবুধাবি বানিয়াস হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মোক্তারের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএএইচ/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]