মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের ধরতে শুরু হচ্ছে অভিযান

মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে ধারাবাহিক অভিযান শুরু করতে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মালদ্বীপে অবৈধ অভিবাসীদের সমস্যার সমাধানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান চলাকালে প্রবাসীদের পরিচয় ও ভিসা যাচাই-বাছাই করা হবে।
এই অপারেশনের উদ্দেশ্য হলো- নিয়োগকর্তা, সরকারি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, সাধারণ জনগণ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
অভিবাসন আইন অমান্যকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, অভিবাসন আইন লঙ্ঘন করে মালদ্বীপে যারা কাজ করছেন এবং বৈধ পারমিট ছাড়া মালদ্বীপে বসবাস করছেন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ করা হবে। মালদ্বীপে বিপুল অভিবাসী রয়েছে, যাদের অনেকেই অনিবন্ধিত। এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগ বাংলাদেশি এবং ভারতীয় বলে ধারণা করা হয়।
এ বিষয়ে মিশনের কাউন্সিল (শ্রম) সোহেল পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মালদ্বীপে আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ হওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি আরও বলেন, দালাল ধরে বৈধ হওয়ার চেষ্টা যেন প্রবাসীরা না করে। যেখানে কাজ করে সেখানেই বৈধ হওয়ার চেষ্টা করতে হবে। কারণ দালাল ধরে করলে অনেক সমস্যা হতে পারে।
এমআরএম/এমএস