রোহিঙ্গা ক্যাম্পে ৪০ দিনব্যাপী আরবি প্রশিক্ষণ চলছে

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ এএম, ০১ জানুয়ারি ২০১৮

নুরানি তালিমুল কুরআন বোর্ড (হাটহাজারী)-এর উদ্যোগে ২য় বারের মতো পবিত্র কুরআন প্রশিক্ষণ চলছে। কক্সবাজার জেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৪০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

হাটহাজারী মাদরাসার উস্তাদ ও হাটহাজারি নুরানি বোর্ডের মহাসচিব আল্লামা মুফতি জসিম উদ্দিন এ ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।

রোহিঙ্গাদের মাঝে পবিত্র কুরআন শিক্ষার জন্য প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন মাওলানা আবছার কামাল এবং মাওলানা নুরুল আলম।

হাটহাজারী বোর্ডের উদ্যোগে গ্রহণ করা এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে দেশত্যাগ করে আসা রোহিঙ্গা শিশুরা পবিত্র কুরআন সহিহভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, লম্বাশিয়া নতুন মারকাজ সংলগ্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন হিফজ মাদরাসায় উদ্বোধন হওয়া এ প্রশিক্ষণ শিবিরে পবিত্র কুরআনের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি স্বচ্ছল দ্বীনদারদের সহযোগিতায় ২ বেলা খাবারেরও ব্যবস্থা রয়েছে।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।