সাধারণ মৃত্যুতেও যারা শহীদ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

আল্লাহ তাআলা সুরা আল-ইমরানে ঘোষণা করেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ এ মৃত্যুর রয়েছে ভিন্নতা। এমন অনেক মৃত্যু রয়েছে যা অনেক মর্যাদা ও গৌরবের। এমনই একটি মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু।

শহীদি মৃত্যু ছাড়া আরেকটি মর্যাদার মৃত্যু হলো ‘মুসলিম হয়ে মৃত্যু বরণ করা’। কেননা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ‘তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ কর না।’ সুতরাং বুঝা গেল শহীদি মৃত্যু ও মুসলিম হয়ে মৃত্যু বরণ করা সাধারণ মৃত্যু বরণের চেয়ে মর্যাদা ও গৌরবের।

বিজ্ঞাপন

এখন শহীদি মৃত্যুর রয়েছে অনেক ভাগ-বিভাগ। হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন, জেহাদের ময়দানে মৃত্যু বরণ না করেও শহীদি মৃত্যুর মর্যাদা লাভ করা যায়। এ মৃত্যুর জন্য প্রয়োজন ইখলাসপূর্ণ নিয়তে শহীদি মৃত্যুর কামনা করা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি বিশুদ্ধ মনে জেহাদে শরিক হয়ে আল্লাহর কাছে শহীদ হওয়ার কামনা করবে; আল্লাহ তাআলা তাঁকে শহীদের মর্যাদা দান করবেন; যদিও সে বিছানায় (ঘরে সাধারণ) মৃত্যু বরণ করে।’ (মুসলিম)

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শহীদি মৃত্যুর মর্যাদা এত বেশি যে, আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন- ‘তোমরা তাদেরকে মৃত বল না বরং তারা জীবিত। তারা নিজেদের পালনকর্তার কাছ জীবিত এবং রিজিক প্রাপ্ত হয়।’

সুতরাং প্রতিটি মুসলিমের শাহাদাতের মৃত্যু কামনা করা উচিত। শহীদি মৃত্যুর ব্যাপারে যদি মানুষের ইখলাস বা একনিষ্ঠতা থাকে তবে সাধারণ বিছানায় মৃত্যুবরণকেও আল্লাহ তাআলা শাহীদি মৃত্যু হিসেবে কবুল করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিটি ইবাদতের ক্ষেত্রেই খুলুসিয়ত অর্জন করার তাওফিক দান করুন। ইখলাসের সঙ্গে শহীদি মৃত্যু কামনা করার তাওফিক দান করুন। আমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।