যারা শহীদী মর্যাদা লাভ করবেন


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

হজরত জাবের বিন আতিক রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলার পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে। হাদিসটি ইমাম মালেক তাঁর মুয়াত্তায় তুলে ধরেছেন। যারা বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেন। আর তারা হলো-
>> মহামারীতে মৃত্যুবরণকারী;
>> পানিতে নিমজ্জিত ব্যক্তি;
>> শয্যাশায়ী অবস্থায় মৃত শহীদ;
>> পেটের রোগে মৃত্যুবরণকারী;
>> আগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী;
>> যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায়,
>> প্রসবকালীন সময়ে মৃত্যুবরণকারী নারী। (মুয়াত্তা মালিক)

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে শাহাদাতের মৃত্যু লাভকারীদের একটি বর্ণনা তুলে ধরেছেন। আর তারা হলো-
>> যে ব্যক্তি তার দ্বীনের (ইসলাম) জন্য নিহত হয়;
>> যে ব্যক্তি তার জীবন রক্ষার্থে নিহত হয়;
>> যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয়;
>> যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয়, সে শহীদ। (মুসলিম, মিশকাত)

মুসনাদে আহমাদে আরো এসেছে- ‘যে ব্যক্তি অত্যাচারের স্বীকার হয়ে (মজলুম তথা নির্যাতিত অবস্থায়) নিহত হয়, তিনিও শহীদ।’

তবে ইসলামের জন্য রক্তদানকারী শহীদের সঙ্গে এ সব শহীদের পার্থক্য হলো দুনিয়াতে তাদের গোসল ও জানাযা সবই হবে। কিন্তু এ সব মুমিনগণ পরকালে শহীদের নেকী ও মর্যাদা লাভ করবেন।

উল্লেখিত ঘটনায় মৃত্যুবরণকারীদের জন্য হাহুতাশ বা আফসোস না করে আল্লাহ তাআলার দরবারে শহীদী মর্যাদা লাভের জন্য দোয়া করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শহীদের মর্যাদা লাভের ইচ্ছা ও আকাঙ্খা পোষণ করার তাওফিক দান করুন। সবাইকে শহীদী মৃত্যু নসিব করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।