ক্ষমা ও রহমত লাভে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৪ মে ২০১৮

আল্লাহ তাআলার কাছে বান্দার সেরা চাওয়া-পাওয়া হচ্ছে ক্ষমা। বান্দার ক্ষমা লাভ মহান আল্লাহর একান্ত রহমতও বটে। কোনো মানুষই তার আমল দিয়ে ক্ষমা লাভ করবে, এটা একেবারেই ভুল। বরং আল্লাহ তাআলার ক্ষমা লাভে তার রহমতের বিকল্প নেই।

এ কারণেই স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে ক্ষমা ও রহমত লাভে আয়াত নাজিল করেছেন। তার কোনো বান্দা যেন রহমত ও ক্ষমা থেকে বঞ্চিত না হয়। বান্দার ক্ষমা ও রহমত লাভে ছোট্ট একটি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন-

وَ قُلْ) رَبَّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ خَيْرُ الرَّحِمِيْنَ)

উচ্চারণ : (ওয়া কুল) রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খাইয়রুর রাহিমিন। (সুরা মুমিনুন : আয়াত ১১৪)

অর্থ : (এবং হে রাসুল! আপনি বলুন) হে আমার প্রতিপালক! আপনি ক্ষমা করুন এবং রহম করুন। রহমত দানকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ দয়ালু।

উল্লেখিত দোয়াটি আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে ক্ষমা ও রহমত দানে সুসংবাদস্বরূপ নাজিল করেছেন। এটা বান্দার জন্য অনেক বড় পাওয়া। মানুষের উচিত আল্লাহ তাআলা শেখানো দোয়ার মাধ্যমে তার ক্ষমা ও রহমত লাভে ধন্য হওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর ক্ষমা ও দয়া লাভের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।