মুসল্লিদের জন্য ইমামকে অনুসরণ করার বিধান কী?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

জামাআতে নামাজ আদায় করার ব্যাপারে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি জোর তাগিদ দিয়েছেন। জামাআতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমামকে অনুসরণ করতে হয়।

জামাআতে নামাজ আদায়ের সময় ইমামকে অনুসরণ করার বিধান কী? এ ব্যাপারে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছেন?

জামাআতে নামাজ আদায়ের জন্য ইমামকে অনুসরণ করা ফরজ। ইমামের অনুসরণ না করলে কোনো মুসল্লির নামাজ হবে না। কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

‘ইমামকে তার অনুসরণের জন্যই নিয়োগ করা হয়। অতএব ইমাম যখন রুকু করে তখন তোমরাও রুকু কর, যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে, তখন তোমরা ‘রাব্বানা ওয়া লাকাল হামদ’ বল, যখন ইমাম দাঁড়িয়ে নামাজ আদায় করে তখন তোমরাও দাঁড়িয়ে নামাজ আদায় কর। আর যখন ইমাম বসে নামাজ আদায় করে (ইমামতি করে) তখন তোমরাও বসে নামাজ আদায় কর।’ (বুখারি, মুসলিম)

হাদিসের নিদের্শ ও নির্দেশনা অনুযায়ী ইমামকে অনুসরণ করে নামাজ আদায় করা ফরজ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জামাআতে নামাজ আদায় করার সময় ইমামকে যথাযথ অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।