ইউটিউবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৯ দেশের অংশগ্রহণ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৬ মার্চ ২০১৯

প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শুরু হয়েছে বিশ্বব্যাপী পবিত্র কুরআন প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে মরক্কোর ‘সুলতান আল-তালাবা’ অ্যাওয়ার্ড খ্যাত তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৯ দেশের প্রতিযোগিরা ইউটিউবের মাধ্যমে প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন।

সুলতান আল-তালাবা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম পর্বে বিশ্বের ১৯ দেশের ৪০০ প্রতিযোগী তাদের পছন্দমতো আয়াতের তেলাওয়াত ভিডিও করেন। ভিডিও করা সে তেলাওয়াত ইউটিউবে আপলোড করে প্রতিযোগিতার আয়োজকদের কাছে ইউটিউব লিংক পাঠিয়েছেন।

কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটি আগ্রহী প্রতিযোগীদের পাঠানো ভিডিওগুলো শোনবেন এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করবেন।

আগামী ২৭ এপ্রিল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে বিজয়ী প্রতিযোগীরা মরক্কোর তাম্মারা শহরে উপস্থিত হবেন।

উল্লেখ্য যে, মরক্কোর এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ‘হাজ বাশির’ বেসিক ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগে তাম্মারা শহরের স্থানীয় কাউন্সিল এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। ১০ বছরের শিশু থেকে ৩০ বছরের প্রতিভাবান তরুণ হাফেজরাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।