মক্কা-মদিনায় শায়খ মাহের ও কাসিমের ইমামতিতে জুমআ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

কাবা শরিফ ও মসজিদে নববিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে আজও অনুষ্ঠিত হবে পবিত্র জুমআ। হারামাইন কর্তৃপক্ষ আজকের খুতবাহ ও জুমআর জন্য মক্কা ও মদিনার দুইজন প্রসিদ্ধ ইমাম নির্বাচিত করেছেন।

আজ ০৫ ফেব্রুয়ারি ২০২১ মোতাবেক ২৩ জুমাদা আল আখিরা। কাবা শরিফ ও মদিনায় খুতবা শোনা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে থাকবে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা।

বিজ্ঞাপন

মহামারি করোনার এ সময়েও জুমআ আদায়ে মুসলিম উম্মাহর জন্য উন্মুক্ত থাকবে কাবা শরিফ ও মসজিদে নববি। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন। জুমআর খুতবাহ ও নামাজের ইমাম হিসেবে নির্বাচিত হয়েছেন-
> কাবা শরিফ
প্রখ্যাত ইসলামিক স্কলার প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ বিন মুয়াক্বল আল-মুয়াইকিলি।
> মসজিদে নববি
ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল মুহসিন আল কাসিম।

জুমআর নামাজে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিজস্ব মুসাল্লাসহ উপস্থিত হয়ে খুতবা শুনবেন এবং নামাজ পড়বেন। এ সময় সামাজিক নিরাপদ দূরত্বে অবস্থান করে খুতবা শোনা ও নামাজ আদায় করার নির্দেশনা জারি রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইতিমধ্যে মুসল্লিদের নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ পড়া ও স্বাস্থ্যবিধি মানার সুবিধার্থে ইতিমত্যে মসজিদে নববির ছাদ খুলে দেয়া হয়েছে। সেখানে প্রায় ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জুমআর নামাজের খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করবেন। হারামাইনডট ইনফোসহ অনেক চ্যানেলেও এ নামাজ সরাসরি সম্প্রচারিত হয়।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।