চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৩ মে ২০২৫
সুলতান যওক নদভী

চট্টগ্রামের জামিয়া দারুল মা‌’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (২ মে) দিনগত রাত ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বিকেল ৪টায় বহদ্দারহাট দারুল মা’আরিফ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দারুল মাআরিফের কবরস্থানেই তাকে দাফন করা হবে।

গত ১৮ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ ছিলেন আল্লামা সুলতান যওক নদভী। তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে। এরপর থেকে বেশ কয়েকবার তাকে আইসিইউতে রাখা হয়।

সুলতান যওক নদভীর জন্ম কক্সবাজারের মহেশখালীতে, বেড়ে ওঠা চট্টগ্রামে। তিনি উপমহাদেশের একজন প্রখ্যাত মুহাদ্দিস, আরবি সাহিত্যিক ও কবি ছিলেন। সমানভাবে তিনি উর্দু-ফার্সিতেও পারদর্শী কবি ছিলেন। দেশ-বিদেশে তার পরিচিতি রয়েছে।

তিনি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ ছিলেন।

ওএফএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।