আগুনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: শায়খ আহমাদুল্লাহ

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫
শায়খ আহমাদুল্লাহ ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যুর জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সুপরিচিত আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (১৫ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ বলেন, এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনে নিশ্চয় কারও না কারও ত্রুটি কিংবা দায় আছে। সেই দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায় নিতে বাধ্য করার সংস্কৃতি এদেশে কবে চালু হবে?

এই ধরনের দুর্ঘটনার পর দায়সারা গোছের ক্ষতিপূরণ ও তদন্তের সমালোচনা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রতিটি দুর্ঘটনার পর (পড়ুন হত্যাকাণ্ড) আমরা নিহতের পরিবারকে দায়সারা গোছের সামান্য কিছু টাকা ধরিয়ে দিই এবং তদন্তের নামে তামাশা করি। কবে আমরা দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে পারব? কবে নিহতের পরিবার সত্যিকারের ক্ষতিপূরণ পাবে? প্রচলিত সিস্টেম কি আদৌ সে নিশ্চয়তা দিতে পারবে?

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, মিরপুরের ঘটনা যতটা আলোচিত হওয়ার দরকার ছিল, যতটা মিডিয়া কাভারেজ পাওয়ার দরকার ছিল, তার সিকিভাগও পায়নি। আমাদের কাছে শ্রমিকের জীবনের মূল্যও হয়তো সস্তা। তাই তাদের মৃত্যু আমাদের আলোড়িত করেনি।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।