মৃত মানুষ দেখলে যে দোয়া পড়বেন

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ০৬ ডিসেম্বর ২০২৫
মৃত ব্যক্তির জন্য দোয়া ছবি: সংগৃহীত

কোনো মৃত মুসলমানের লাশ দেখলে তার জন্য আল্লাহর রহমত ও মাগফেরাত প্রার্থনা করুন, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের উচ্চ মর্যাদা প্রার্থনা করুন। তার ব্যাপারে ইতিবাচক কথা বলুন, তার প্রশংসা করুন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত  রাসুল (স.) বলেন, আপনারা মৃতদের ভালো কাজগুলোর আলোচনা করুন এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকুন। (সুনানে আবু দাউদ)

নবীজি (সা.) থেকে বর্ণিত নিম্নোক্ত ৪টি দোয়া যে কোনো মৃত মুসলমানের জন্য পড়তে পারেন:

১. মৃত মানুষ দেখে পড়ুন এই দোয়াটি:

اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جِوَارِكَ، فَقِهِ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ، وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، فَإِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না ফুলান ইবন ফুলান ফি যিম্মাতিকা ওয়া হাবলি জিওয়ারিকা, ফাকিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন্নার, ওয়া আনতা আহলুল ওয়াফা-ই ওয়াল হাক্কি, আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু, ফাইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।

অর্থ: হে আল্লাহ! অমুকের পুত্র অমুক আপনার দায়িত্বে এবং আপনার আশ্রয়ে রয়েছে। তাকে কবরের ফিতনা ও আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। আপনি প্রতিশ্রুতি পূরণকারী ও সত্যের অধিকারী। হে আল্লাহ! তাকে ক্ষমা করুন ও দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। (মুসনাদে আহমদ)

২. মৃত মানুষ দেখে পড়ুন এই দোয়াটি:

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ وَعَافِهِ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু, ওয়াআফু আনহু, ওয়াআফিহি, ওয়াআকরিম নুজুলাহু, ওয়াওয়াসি’ মুদখালাহু, ওয়াগসিলহু বিমাইন ওয়াসালজিন ওয়াবারাদিন, ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা-স্‌সাওবুল আবইয়াদু মিনাদ-দানাসি, ওয়াআবদিলহু দারান খাইরান মিন দারিহি, ওয়াআহলান খাইরান মিন আহলিহি, ওয়াজাওজান খাইরান মিন জাওজিহি, ওয়াকিহি ফিতনাতাল কবরি ওয়াআযাবান নার।

অর্থ: হে আল্লাহ! তাকে ক্ষমা করুন, দয়া করুন, ক্ষমা করুন ও রক্ষা করুন। তার আতিথ্য সম্মানজনক করুন, তার প্রবেশপথ প্রশস্ত করুন। তাকে পানি, বরফ ও বৃষ্টি দিয়ে ধুয়ে মুছে দিন। তাকে পাপ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। তাকে তার ঘরের চেয়ে উত্তম ঘর দিন, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার দিন, তার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দিন। তাকে কবরের ফিতনা ও আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। (সহিহ মুসলিম)

৩. মৃত মানুষ দেখে পড়ুন এই দোয়াটি:

للَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تُضِلَّنَا بَعْدَهُ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিহাইয়্যিনা ওয়ামাইয়্যিতিনা, ওয়াসাগীরিনা ওয়াকাবীরিনা, ওয়াযাকারিনা ওয়াউনসানা, ওয়াশাহিদিনা ওয়াগাইবিনা, আল্লাহুম্মা মান আহইয়্যিতাহু মিননা ফাআহিহি আলাল ইসলাম, ওয়ামান তাওয়াফাইতাহু মিননা ফাতাওয়াফাহু আলাল ইমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তুদিল্লানা বা’দাহু।

অর্থ: হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃতদের, ছোট ও বড়দের, পুরুষ ও নারীদের, উপস্থিত ও অনুপস্থিতদের ক্ষমা করুন। হে আল্লাহ! যাকে জীবিত রাখবেন তাকে ইসলামে জীবিত রাখুন, আর যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানের ওপর মৃত্যু দিন। হে আল্লাহ! আমাদেরকে তার সওয়াব থেকে বঞ্চিত করবেন না এবং তার পর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। (মুসনাদে আহমদ)

৪. মৃত মানুষ দেখে পড়ুন এই দোয়াটি:

اللَّهُمَّ أَنْتَ رَبُّهَا، وَأَنْتَ خَلَقْتَهَا، وَأَنْتَ رَزَقْتَهَا، وَأَنْتَ هَدَيْتَهَا لِلْإِسْلَامِ، وَأَنْتَ قَبَضْتَ رُوحَهَا، وَأَنْتَ أَعْلَمُ بِسِرِّهَا وَعَلَانِيَتِهَا، جِئْنَا شُفَعَاءَ لَهُ فَاغْفِرْ لَهُ ذَنْبَهُ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বুহা, ওয়াআনতা খালাকতাহা, ওয়াআনতা রাযাকতাহা, ওয়াআনতা হাদাইতাহা লিলইসলাম, ওয়াআনতা কাবাযতা রূহাহা, ওয়াআনতা আ’লামু বিসিররি-হা ওয়াআলানিয়াতিহা, জি’না শুফা’আআ লাহু ফাগফির লাহু জানবুহু।

অর্থ: হে আল্লাহ! আপনি তার রব, আপনি তাকে সৃষ্টি করেছেন, আপনি তাকে রিজিক দিয়েছেন, আপনি তাকে ইসলামের দিকে পরিচালিত করেছেন, আপনি তার আত্মা কবজ করেছেন। আপনি তার গোপন ও প্রকাশ্য বিষয় ভালো জানেন। আমরা তার জন্য সুপারিশকারী হয়ে এসেছি, তাই তার গুনাহ ক্ষমা করুন। (মুসনাদে আহমদ)

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।