অনাদায়ী মোহর স্ত্রীকে দিতে হবে নাকি শ্বশুর-শাশুড়িকে?
প্রশ্ন: অনাদায়ী মোহর অর্থাৎ বিয়ের সময় মোহরের যে পরিমাণ অর্থ পরিশোধ করতে পারিনি তা যদি এখন পরিশোধ করতে চাই তাহলে তা কি স্ত্রীকে দেব নাকি শ্বশুর-শাশুড়িকে দেব?
উত্তর: মোহর স্ত্রীর হক, তার বাবা-মায়ের নয়। তাই স্ত্রী মানসিক ভারসাম্যহীন বা অপ্রাপ্তবয়স্ক না হলে মোহর তাকেই প্রদান করতে হবে। বিয়ের সময় মোহর নগদ পরিশোধ করলে যেমন স্ত্রীকে প্রদান করতে হবে, বিয়ের পর যে কোনো সময় আদায় করলে তাকেই প্রদান করতে হবে।
পবিত্র কোরআনে মোহর স্ত্রীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্ত্রীদের খুশিমনে তাদের মোহর প্রদান করো। (সুরা নিসা: ৪)
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায়ানুগভাবে তাদেরকে মোহর প্রদান করবে। (সুরা নিসা: ২৫)
এ আয়াত দুটি থেকে স্পষ্ট বোঝা যায় মোহর স্ত্রীর হক এবং স্ত্রীকেই দিতে হবে। তাই স্ত্রীর সম্মতি ছাড়া মোহরের অর্থ তার বাবা-মাকে দিলে মোহর আদায় হবে না।
আর মোহর পরিশোধের আগে যদি স্ত্রীর মৃত্যু হয়, তাহলে মোহরের অর্থ স্ত্রীর ওয়ারিস বা উত্তরাধীকারীদের দিতে হবে, তারা এর মালিক হবে। তারা যে হারে ওই নারীর অন্যান্য অর্থ-সম্পদের মালিক হয়, একই হারে মোহরের সম্পদেরও মালিক হবে।
ওএফএফ