মাসবুক অবশিষ্ট নামাজের জন্য কখন দাঁড়াবেন?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ এএম, ২১ জানুয়ারি ২০২৬
মাসবুক অবশিষ্ট নামাজের জন্য কখন দাঁড়াবেন? ছবি: পিক্সাবে

প্রশ্ন: মাসবুক ব্যক্তি (যে ইমামের সাথে এক বা একাধিক রাকাত পায়নি) অবশিষ্ট নামাজের জন্য কখন দাঁড়াবেন? ইমাম সালাম ফেরানো শুরু করার পর? ইমাম প্রথম সালাম শেষ করে দ্বিতীয় সালাম শুরু করার পর নাকি ইমাম দ্বিতীয় সালাম ফেরানো শেষ করার পর? আর মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে কী দোয়া পড়বেন?

উত্তর: মাসবুক ইমামের দুই দিকে সালাম ফেরানো শেষ হওয়ার পর অবশিষ্ট নামাজের জন্য দাঁড়াবেন, ইমাম প্রথম বা দ্বিতীয় সালাম শুরু করার পর নয়। অনেককে দেখা যায় ইমাম সালাম ফেরানো শুরু করার সাথে সাথে দাঁড়িয়ে যান, এটা সঠিক পদ্ধতি ন।

মাসবুক ব্যক্তি ইমামের সাথে প্রথম বৈঠকে শরিক হলে তাশাহহুদ পড়বেন। যদিও তার দুরাকাত পূর্ণ হয়নি, এরপরও ইমামকে অনসরণ করে তিনি তাশাহহুদ পড়বেন। ইবরাহিম নাখঈ (রহ.) থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, মাসবুক যেমন ইমামের প্রতি বৈঠকে ইমামের সাথে বসবেন, প্রতি বৈঠকে তাশাহহুদও পড়বেন। (কিতাবুল আসার লিল ইমাম মুহাম্মাদ: ১৩১)

ইমামের শেষ বৈঠকে মাসবুক শুধু তাশাহহুদ পড়বেন। দরুদ ও দোয়া মাসুরা পড়বেন না। অনেকে বলেছেন, ইমামের সাথের শেষ বৈঠকে মাসবুক ধীরে ধীরে তাশাহহুদ পড়বেন। এতটা ধীরে যেন তার তাশাহুদ পড়া শেষ হতে হতে ইমাম তাশাহুদ শেষ করে দরুদ ও দোয়া মাসুরাও শেষ করে ফেলতে পারেন।

মাসবুক ইমামের সালাম ফেরানোর সময় ইমামের সঙ্গে সালাম ফেরাবেন না। ইমামের দুদিকে সালাম ফেরানো হলে উঠে দাড়াবেন এবং যথারীতি বাকি নামাজ আদায় করে শেষ বৈঠক করে সালাম ফেরাবেন। মাসবুকের শেষ বৈঠক মূলত সেটিই।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।