হাফেজ সাইফুরের কণ্ঠে মণিপুরী ভাষায় নাতে রাসুল

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ইসলামি সংগীতের শিল্পী হাফেজ সাইফুর রহমান। তার কণ্ঠে আসছে ‘উম্মাত গি দুআ’ শিরোনামে মণিপুরী ভাষায় নাতে রাসুল (সা.)। তার ইসলামি সংগীতের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চলতি সপ্তাহে সংগীতটি প্রকাশিত হবে।

হাফেজ সাইফুর রহমান ছোটবেলা থেকে ইসলামি গজল গেয়ে আসছেন। ২০১৪ সালের ৭ অক্টোবর থেকে মৌলভীবাজার ইসলামিক সাংস্কৃতিক সংগঠনে (রিসালাহ) কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের কাছে হামদ-নাতের প্রশিক্ষণ নেন। তিনি রিসালাহ নাশিদ গ্রুপের সঙ্গে বেশ কয়েকটি নাশিদের কাজ করেছেন।

আরও পড়ুন: মসজিদে বিয়ে করা কি সুন্নাত?

তিনি নিজের লেখা বেশ কয়েকটি হামদ-নাতে সুর করেছেন এবং গেয়েছেন। তার কণ্ঠে উল্লেখযোগ্য কয়েকটি সংগীত হলো- ‘মারহাবা ইয়া মুস্তাফা’, ‘মাদিনা মাদিনা’, ‘জান্নাতের ঠিকানা’, ‘করোনা ভাইরাস’, ‘মা ওগো মা’, ‘ঈদে মিলাদুন্নবী’, ‘তুমি আমার প্রিয় নবী’।

এছাড়া প্রিয়নবি হজরত মুহাম্মদের (সা.) ওপর লেখা মণিপুরী ভাষার নাতে রাসুলে প্রথমবারের মতো বাঙালি শিল্পী হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন: পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

গানটির বাংলা অনুবাদ করেছেন সাজ্জাদুল হক স্বপন। অডিও মিক্স এবং মাস্টারিং করেছেন মোহাম্মাদ নাজমুল হাসান। গ্রাফিক্স ও ভিডিও বানিয়েছেন মতিউর রহমান এনাম। ভিডিও স্পন্সর করেছেন মো. জাফর ইকবাল শাহনুর।

গানটি সম্পর্কে হাফেজ সাইফুর রহমান বলেন, ‘এটি মণিপুরী ভাষার নাতে রাসুল (সা.)। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আগামী বৃহস্পতিবার ইউটিউব চ্যানেলে রিলিজ হবে ইনশাআল্লাহ।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।