খুতবা ছাড়া বিয়ের আকদ শুদ্ধ হয়?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

ইসলামে বিয়ের আকদের মজলিসে খুতবা পাঠ করা মুস্তাহাব। রাসুল (সা.) বিয়ের আকদের আগে খুতবা পাঠ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) বিয়ের সময় খুতবা পাঠ করতে শিখিয়েছেন অর্থাৎ ইজাব কবুলের আগে আল্লাহর হামদ ও সানা পড়া এবং পবিত্র কোরআনের তিনটি আয়াত পড়া; আয়াতগুলো হলো, যথাক্রমে সুরা নিসা: ১, সুরা আলে ইমরান: ১০২ এবং সুরা আহজাব: ৭০, ৭১। (সুনানে আবু দাউদ: ২১১৮) এ ছাড়া বিয়ের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা ও পাত্র-পাত্রীর উদ্দেশে নসিহতও বিয়ের খুতবার অন্তর্ভুক্ত হতে পারে।

বিয়ের আকদের সময় খুতবা পড়া ওয়াজিব নয়। খুতবা আকদের অপরিহার্য অংশ নয়। কোনো বিয়ের মজলিসে যদি খুতবা না পড়া হয় বা হাদিসে বর্ণিত হামদ-সানা ও আয়াতগুলো যথাযথভাবে না পড়া হয়, তবুও বিয়ে শুদ্ধ হয়ে যাবে।

আকদের জন্য অপরিহার্য হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব ও কবুল করা অর্থাৎ এক পক্ষ ইজাব করা বা প্রস্তাব দেওয়া, আরেক পক্ষ গ্রহণ করা বা কবুল করা। সাধারণত বিয়ের ইজাব বা প্রস্তাব করা হয় কনেপক্ষের তরফ থেকে আর বর প্রস্তাব কবুল করেন। অভিভাবক যদি কনের সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দেন এবং বর ‘কবুল করলাম’ বলেন, তাহলে বিয়ে হয়ে যাবে।

ওএফএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।