ভুল করে কিছু খেয়ে ফেললে কি নফল রোজা ভেঙে যাবে

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

রোজা অবস্থায় রোজা রাখার কথা ভুলে গিয়ে কেউ যদি কিছু খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভাঙে না। ফরজ রোজার ক্ষেত্রে যেমন, নফল রোজার ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য। কেউ কেউ মনে করেন নফল রোজা রাখার পর ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায়। এ ধারণা সঠিক নয়।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘কেউ যদি রোজা অবস্থায় ভুল করে কিছু খায় বা পান করে, সে যেন তার রোজা পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন।’ (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

রোজা অবস্থায় কিছু খাওয়া বা পান করার সময় যখনই রোজার কথা মনে পড়বে; সাথে সাথে খাওয়া বন্ধ করে দিতে হবে। মুখে খাবার থাকলে রোজার কথা মনে পড়ার সাথে সাথে ফেলে দিতে হবে। রোজার কথা মনে পড়ার পরও ইচ্ছা করে আরও খাবার খেলে রোজা ভেঙে যাবে।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।