রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহারের বিধান

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫
বর্তমানে অনেকেই চোখে বিভিন্ন রঙের লেন্স ব্যবহার করে থাকেন

বর্তমানে অনেকেই চোখে বিভিন্ন রঙের লেন্স ব্যবহার করে থাকেন। অনেকে চোখের সমস্যার কারণে ব্যবহার করেন, অনেকে আবার সৌন্দর্য বাড়াতেও ব্যবহার করেন।

ইসলামি আইন বিশারদদের মতে চোখে সমস্যা থাকলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসার অংশ হিসেবে চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করা জায়েজ। আর সৌন্দর্যের জন্য রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহারের আগে কয়েকটি প্রশ্ন সামনে রাখতে হবে:

১. সৌন্দর্য বর্ধনের জন্য রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহারের ফলে চোখের ক্ষতি হবে কি না? নিছক সৌন্দর্য বৃদ্ধির জন্য শরীরের ক্ষতি করা নাজায়েজ।

২. এটা অপচয় বা অতিরিক্ত খরচের মধ্যে পড়বে কি না? কিছু কন্টাক্ট লেন্সের দাম অনেক বেশি হয়ে থাকে। কোনো প্রয়োজন ছাড়া শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় অপচয়ের মধ্যে পড়তে পারে।

৩. কন্টাক্ট লেন্স ব্যবহারে প্রতারণা বা ধোঁকা দেওয়ার কোনো রকম উদ্দেশ্য আছে কি না? যেমন বিয়ের পাত্রীকে কন্টাক্ট লেন্স পরিয়ে যদি পাত্রপক্ষকে বোঝানো হয় তার চোখ সুস্থ বা চোখের রং খুব সুন্দর, তার চোখের অসুস্থতা ও প্রকৃত রং গোপন করা হয়, তাহলে তা ধোঁকা ও প্রতারণা গণ্য হবে।

৪. কন্টাক্ট লেন্স পরার উদ্দেশ্য পরপুরুষের দৃষ্টি আকর্ষণ বা তাদের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা কি না?

রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহারে যদি চোখের ক্ষতি না হয়, অপচয় না করা হয়, পাত্রপক্ষকে প্রতারণা বা ধোঁকা দেওয়ার উদ্দেশ্য না থাকে, স্বামী ও মাহরাম আত্মীয়দের বাইরে পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্য না থাকে, তাহলে রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করা জায়েজ হবে, অন্যথায় নাজায়েজ হবে।

চোখে লেন্স পরলে কীভাবে অজু-গোসল করবেন?

অজু বা ফরজ গোসলে চোখের ভেতরের অংশে পানি পৌঁছানো জরুরি নয়। তাই অজু-গোসলের সময় চোখের লেন্স খোলা জরুরি নয়। লেন্স পরিহিত অবস্থায়ই অজু বা গোসল করলে অজু-গোসল শুদ্ধ হবে।

সূত্র: ইসলাম ওয়েব ডট নেট

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।