ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কবিতা মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত: ০৬:২৩ এএম, ২৫ ডিসেম্বর ২০১৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বনবির ভালোবাসায় কবিতা মাহফিলের আয়োজন করা হয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে গত বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী কবিতা মাহফিলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিবেদন করে অনেক প্রতিথযশা কবিগণ কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে আবৃত্তি করেন- কবি আসলাম সানী, খালেক বিন জয়েন উদ্দীন, ফারুক নওয়াজ, আবদুল মুকিত চৌধুরী, নুরুল ইসলাম মানিক, মুস্তাফা মাসুদ, মালেক মাহমুদ, সৌরভ জাহাঙ্গীর, গীতিকবি এম আর মঞ্জুর, দেওয়ান বিন রশিদ, সাব্বির আহম্মদ, আবদুল মতিন আল ফারুকী ও মুফতি মাছুম বিল্লাহ।

এ কবিতা মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক বিশিষ্ট কবি ও গীতিকার নুরুল ইসলাম মানিক।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।