আখেরি বয়ান চলছে মোনাজাত ১১টায়


প্রকাশিত: ০৩:২৫ এএম, ২২ জানুয়ারি ২০১৭

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও  শেষ পর্বের আখেরি মোনাজাত পূর্ব হেদায়েতি বয়ান চলছে। হেদায়েতি বয়ান করছেন দিল্লির নিজামুদ্দিন মারকাযের প্রধান মুরব্বি মাওলানা সাদ কান্দলভী। বয়ানের অনুবাদ করছেন মাওলানা ওমর ফারুক।

বেলা ১১টায় শুরু হবে আখেরি মোনাজাত। এ মোনাজাতও পরিচালনা করবেন তিনি। বাদ ফজর থেকে বয়ান করেন মাওলানা ওয়াসিফুল ইসলাম।

আজ (রোববার) ভোর রাত থেকে শীত উপক্ষো করে ধর্মপ্রাণ মুসলমানগণ টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে জড়ো হতে থাকে।

উল্লেখ্য যে, গত রোববার (১৫ জানুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতও বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

চার দিন বিরতির পর গত শুক্রবার (২০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুরু হয়। আর আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।

বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান টঙ্গীর তুরাগ তীরে অবস্থান করছে।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।