ফেনীতে আঞ্চলিক ইজতেমার বৃহত্তম আসর


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

আগামী ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সবচেয়ে বড় আঞ্চলিক ইজতেমা শুরু হবে ফেনীতে। ইজতেমার জন্য ৬ লাখ বর্গফুটের বিশাল প্যান্ডেল তৈরির কাজ চলছে।

ঢাকার তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ন্যায় বাংলাদেশের ৩২টি জেলায় গত ২০ অক্টোবর ২০১৬ রাজশাহীতে অঞ্চলভিত্তিক ইজতেমা শুরু হয়েছে। যা আগামী ২৫ ফেব্রুয়ারি ২০১৭ নাটোরের ইজতেমার মাধ্যমে এবারের আঞ্চলিক ইজতেমা শেষ হবে।

বিদেশি অতিথিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা প্যান্ডেল। ফেনীর ইজতেমায় ভারত, পাকিস্তানসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেখানে বাংলাদেশসহ প্রায় ৪০ জন বিদেশি মেহমান তাবলীগের সাথীদের  উদ্দেশে গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান পেশ করবেন।

আঞ্চলিক ইজতেমার বড় আসর ফেনী ইজতেমাকে কেন্দ্র করে ফেনীর জেলা প্রশাসন, পৌরসভা, আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, সিভিল সার্জনসহ বিভিন্ন দায়িত্বশীল বিভাগ ইজতেমার সার্বিক সফলতায় নিরলস কাজ করে যাচ্ছে।

বিশেষ করে ইজতেমায় উপলক্ষে স্থাপন করা হয়েছে অস্থায়ী বিদ্যু‍ৎ কেন্দ্র, ১শ অস্থায়ী টিউবওয়েল বসানো হচ্ছে এবং ১ হাজার টয়লেট তৈরি করা হচ্ছে।
 
আগামী ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফেনীর সবচেয়ে বৃহত্তম আঞ্চলিক ইজতেমার কার্যক্রম শেষ হবে।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।