অজুতে হাত ও পায়ের আঙুল খিলাল করবেন যেভাবে


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৩ মে ২০১৭

ইবাদত বন্দেগি তথা ফরজ ইবাদতের জন্য অজু করাও ফরজ। পবিত্রতা অর্জনে অজুর সময় হাত ও পায়ের আঙুলের ফাঁকে পানি পৌঁছানো জরুরি। অনেকেই অজু করার সময় তাড়াহুড়া করে; ফলে আঙুলের ফাঁকে অজুর পানি পৌছায় না। যদি হাত ও পায়ের আঙুলে পানি না পৌঁছে তবে অজু হবে না।

এ কারণেই অজুতে হাত ও পা ধোয়ার সময় হাত ও পায়ের আঙুল খিলাল করা সুন্নাত। আর যদি আঙুল খিলাল করা ব্যতিত কারো আঙুলের ফাঁকে পানি না পৌঁছে তবে সে ক্ষেত্রে আঙুল খিলাল করাও ফরজ।

হাতের আঙুল খিলাল করার নিয়ম-
এক হাতের আঙুলগুলো অপর হাতের আঙুলসমূহের মধ্যে প্রবেশ করানো। হাতের তালুর দিক ও পিঠের দিক উভয় দিক থেকে আঙুল প্রবেশ করে খিলাল করা।

পায়ের আঙুল খিলাল করার নিয়ম-
পায়ের আঙুল খিলালের জন্য বাম হাতের কনিষ্ঠ আঙুল ব্যবহার করা এবং ডান পায়ের কনিষ্ঠ আঙুল থেকে খিলাল শুরু করা। খিলালের সময় পায়ের উপর দিক থেকে আঙুল প্রবেশ করানো অতঃপর আঙুলের গোড়া থেকে উপরের দিকে টেনে নিয়ে যাওয়া। (তিরমিজি, মুসনাদে আহমদ ও আবু দাউদ)

অজুর করার সময় ধীরস্থির ভাবে অজু করা। অজুর জন্য নির্ধারিত প্রতিটি অঙ্গে যথাযথভাবে পানি পৌঁছানো জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ ইবাদত পালনে যথাযথভাবে অজু করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।