চরমোনাই বার্ষিক মাহফিল শুরু, আখেরি মোনাজাত শনিবার

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল (ফাল্গুন) শুরু হয়েছে আজ। বাদ জোহর আম বয়ানের মাধ্যমে চরমোনই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মাহফিলের উদ্বোধন করেন।

উদ্বোধনী বয়ানে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নিয়তকে ঠিক করতে হবে। এখানে (মাহফিলে) কেউ দুনিয়াবি নিয়তে এসে থাকলে তার কোনো ফায়দা হবে না। বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখানে আসতে হবে।

চরমোনাই (ফাল্গুনের) বার্ষিক মাহফিল চলবে আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) ফজর পর্যন্ত। শনিবার ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

উল্লেখ্য, মাহফিলের তিন দিনে মোট সাতটি বয়ান হবে। এর মাঝে পাঁচটি বয়ান করবেন চরমোনাইর প্রধান পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দুটি বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া মাহফিলে আগত বিদেশী উলামায় কেরামরা মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।