সাঈদ রিমনের ফেসবুক পোস্ট

মানসিক ভারসাম্যহীনকে খুঁজে পেল পরিবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০২৫

ফেসবুক পোস্টের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে খুঁজে পেয়েছে তার পরিবার। এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন সচেতনতার ফেরিওয়ালা খ্যাত সাঈদ রিমন। ৩১ আগস্ট রাত ১২টায় এমন অভিজ্ঞতা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন।

সাঈদ রিমন তার পোস্টে লিখেছেন, ‌‘তিনি ছিলেন পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। কীভাবে আসছেন, কোথা থেকে আসছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কেউ জানতো না। আমার সাথে সেই এক সম্পর্কের তৈরি হয়। দুই-তিন মাসেরও অধিক সময় এভাবে যায়। গোসলও করতো না। আমার সাথে যতবার দেখা; ততবার তার চা খাওয়ার আবদার। আর কিছু না, শুধুই চা! অসাধারণ এক হাসি দিতো!’

এরপর তিনি লিখেছেন, ‘একদিন ভাবলাম তাকে গোসল করাবো, উদ্যোগ নিলাম। ফেসবুকে পোস্ট করলাম। আল্লাহর অশেষ রহমত, সেই পোস্ট চোখে পড়ে আমার এক ছাত্রের। সে জানায় তার বাড়ির পাশেই তাদের বাড়ি। পরিবার অনেক খোঁজাখুঁজি করছে। কোনো ভাবেই পাচ্ছে না, সে কোথায়? বললাম, দ্রুত তুমি তার বাড়িতে জানাও!’

পরিবারের উদ্যোগ সম্পর্কে রিমন লিখেছেন, ‘জানানোর সাথে সাথে তারা হয়তো রওয়ানা দেয়। ভোররাতে তাকে নিয়ে যায় কুমিল্লায়। পরিবার যদিও আমাকে জানায়নি। কারণ আমি চেয়েছিলাম, থানার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে তুলে দিতে। ছাত্রকে সেভাবেই বলেছিলাম। তবে জটিলতা ভেবে তারা হয়তো সেভাবে আগায়নি!’

পরিবারের কাছে যাওয়ার পরের অবস্থা সম্পর্কে তিনি লিখেছেন, ‘একদিন ওই ছাত্র তার বাড়িতে গিয়ে আমাকে ভিডিও কল দেয়। সে তখন পিঠা খাচ্ছিল। আমাকে সে কী সাধলো পিঠা খাওয়ার জন্য। ইশারায় তার বাড়িতে যেতে বললো!’

সবশেষে সাঈদ রিমন লিখেছেন, ‘সে এক অন্য অনুভূতি। একজন মানসিক ভারসাম্যহীন মানুষ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার পরিবারকে পেল! তার সাথে আবার আমার দেখা হোক। তবে আল্লাহ যদি তাকে সুস্থ করে তোলেন!’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।