নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সোহেল তাজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বিডিআর হত্যাকাণ্ডের সময় নিজের অবস্থান নিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

পোস্টে সোহেল তাজ লিখেছেন-

আমার চ্যালেঞ্জ- প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে

একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এ মিথ্যাচারের জবাব দেবো। তখন এসব মিথ্যাচারীকে নাকে খত দিতে হবে।

আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত।

আমার ফেসবুক পোস্ট (১৮/০৮/২০২৪) :

সত্য বের হয়ে আসবে- ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড ৫৭ জন সেনা অফিসারসহ ৭৩ জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা ‘Justice’ পায়। আমি যে কোনো পুনর্তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত।

আমার ফেসবুক পোস্ট (১৫/০৮/২০২৪):

সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান (honor) আর মর্যাদা (dignity) এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো- এ কাজটা ঠিক নয়। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই।

বি. দ্র.: আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কি না, তাদের উদ্দেশ্যে বলবো “don’t worry” এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না। আপনারাই যথেষ্ট।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।