সেফুদার মৃত্যুর গুজব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৫ জুলাই ২০২৫

অবশেষে জানা গেলো আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদা বেঁচে আছেন। দিনভর গুজবের পর বেঁচে থাকার কথা জানালেন নিজেই। ২৪ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেন তিনি।

জানা যায়, ২৪ জুলাই দুপুর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর খবর। বিভিন্নজন তাদের ফেসবুক আইডি এবং পেজে এ খবর ছড়িয়ে দেন।

সেফুদার মুত্যুর খবর ছড়িয়ে পড়লেও অনেকেই এটিকে ‘গুজব’ বলে নিজেদের আইডিতে পোস্ট করেন। এর আগেও কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

অনেকেই ফেসবুকে পোস্ট করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। ধারণা করা হয়েছিল, আগের মতোই গুজব ছড়ানো হয়েছে। ফলে সবাই তার পোস্টের অপেক্ষায় ছিলেন।

২০২০ সালের দিকে সোশ্যাল মিডিয়ায় অসঙ্গতিপূর্ণ ভিডিওবার্তা ছড়িয়ে বেশ আলোচনায় আসেন সেফাত উল্লাহ ওরফে সেফুদা। এই প্রবাসী বাংলাদেশি নানা বিষয়ে ফেসবুক লাইভে এসে খুব কম সময়ে ‘ভাইরাল তারকা’ হয়ে যান।

অদ্ভুত পোশাক পরে হাতে মদের গ্লাস নিয়ে অকথ্য ভাষায় বাংলাদেশের মানুষকে আক্রমণ করতে থাকেন। সমসাময়িক যে কোনো বিষয়ে তিনি অপ্রকৃতস্থ কথা বলতে থাকেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।