চিকিৎসা শুরু হয়েছে নুর নাহারের


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭

জন্মের ৯ বছর পর এই প্রথম চিকিৎসা শুরু হলো শিশু নুর নাহারের। তার পেছনের অংশে কোমনের নিচে (নিতম্বে) বড় আকৃতির একটি টিউমার হয়েছে। এ কারণে সে ঠিকমতো বসতে ও ঘুমাতে পারে না। এছাড়া অন্য শিশুদের সঙ্গে মেলামেশা ও খেলাধুলাও করতে পারছে না নুর নাহার।  

জন্মের কিছুদিন পর এলাকার দুই ডাক্তারের কাছে মেয়েকে নিয়ে যান পাবনার বেড়া উপজেলার কাপাসডাঙ্গা মণ্ডলপাড়া গ্রামে দিনমজুর সিদ্দিক মণ্ডল। তখন ডাক্তাররা তাকে জানান, নুর নাহারের এই রোগের চিকিৎসা শুরু করলে তাকে আর বাঁচানো যাবে না। এ ভয়ে মেয়েকে নিয়ে আর কোনো দিন ডাক্তারের কাছে যাননি সিদ্দিক মণ্ডল।

অবশেষে রোববার সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে শিশু সার্জারি বিশেষজ্ঞ ডা. গাজী জহিরুল হাসান তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এমআরআইসহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেন।

সেখানে তিনি জানান, এ অপারেশনটি জন্মের পরপরই করলে ভালো হতো। জানি না টিউমারটি ক্যান্সারে পরিণত হয়েছে কিনা। যেসব পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে সেগুলোর প্রতিবেদন হাতে এলেই বোঝা যাবে টিউমারটি কি অবস্থায় আছে।

তিনি আরও জানান, আগামী মঙ্গলবার তাকে ভর্তি করা হলে যত দ্রুত সম্ভব আমরা অপারেশনটি করে ফেলবো। ইনশাআল্লাহ দ্রুত সু্স্থ হয়ে উঠবে নুর নাহার।

Nurnahar
এছাড়া তিনি নুর নাহারের পারিবারিক অবস্থার কথা বিবেচনা করে একটি ফ্রি-বেড ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন। এসময় তার সঙ্গীয় ডাক্তার জুয়েলসহ সবাই নুর নাহারকে অনেক আন্তরিকভাবে পর্যবেক্ষণ করেন।

নুর নাহারের বাবা সিদ্দিক মণ্ডল জানান, কখনো ভাবতে পারিনি মেয়ের চিকিৎসা করতে পারবো। সংসারে এতই অভাব যে আজ পর্যন্ত একটি মোবাইল ফোন কিনতে পারিনি। যাদের সহযোগিতায় আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তাদের কাছে আজীবন ঋণী থাকবো।

প্রসঙ্গত, টাকার অভাবে টিউমারের অপারেশন করতে পারছে না হতদরিদ্র পরিবারের মেয়ে নুর নাহার। ফেসবুকে এমন একটি পোস্ট দেখে চ্যানেল-২৪ এর পাবনা প্রতিনিধি শাহীন রহমানের সহযোগিতায় নুর নাহারকে প্রথমে পাবনার একজন সার্জারি ডাক্তার দেখানো হয়। সেখানে ডাক্তার জানান, সরকারি হাসপাতালে এর অপারেশন ফ্রি। কিন্তু ওষুধ বাবদ প্রায় ২০ হাজার টাকা খরচ হবে।

এরপর গত ২২ জানুয়ারি অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম-এ ‘২০ হাজার টাকা হলেই সুস্থ হয়ে উঠবে নুর নাহার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। নিউজটি প্রকাশের পর পরই দেশ-বিদেশ থেকে জাগো নিউজে ফোন আসা শুরু করে। একপর্যায়ে নগদ ৩১ হাজার ২০০ টাকা সহযোগিতা পায় নুর নাহারের পরিবার। সেই টাকা দিয়েই চিকিৎসা শুরু হলো নুর নাহারের।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।