৩ বছরে দেড় শতাধিক সিএনজিচালিত যানবাহনে বিস্ফোরণ


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

পাঁচ বছর পরপর সিএনজিচালিত যানবাহনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের ফিটনেস পরীক্ষা করার নিয়ম রয়েছে। সেই সঙ্গে ফিটনেসবিহীন পরিবহন চলাচল বন্ধ রাখার নির্দেশনাও আছে। কিন্তু তা মানা হচ্ছে না। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের ব্যবহার চলছেই। ফলে সিএনজিচালিত যানবাহনের যান্ত্রিক ও ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারে ক্রটির কারণে বাড়ছে দুর্ঘটনা। গত ৩ বছরে দেশে সিএনজিচালিত যানবাহনে দেড় শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরক অধিদফতর, আরপিজিসিএল ও হাইওয়ে পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, সারা দেশে সোয়া দুই লাখ সিএনজিচালিত যানবাহন রয়েছে। সিএনজি নিরাপত্তার আন্তর্জাতিক মান নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্যাস সিলিন্ডার পাঁচ বছর পরপর পরীক্ষার বিধান রয়েছে। কিন্তু মাত্র ২০ শতাংশ যানবাহনে সিলিন্ডারের পরীক্ষা করা হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিস্ফোরণ একেকটা ভয়াবহ তাজা বোমার মতো কাজ করে। তবে সরকারের সংশ্লিষ্ট দফতরে এ ব্যাপারে সঠিক কোনো পরিসংখ্যান নেই।

সড়কের প্রকৌশল পরিকল্পনার অভাব ও আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং যান্ত্রিক ক্রুটি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বলে দাবি বিআরটিএ, পুলিশ ও বিশেষজ্ঞদের।

এ ব্যাপারে বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ বিস্ফোরক অধিদফতরও বলছে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ও যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ পরিবহন দুর্ঘটনাগুলো ঘটছে।

bishfuron

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) তথ্য অনুযায়ী গত বছরের জানুয়ারি পর্যন্ত সারা দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ছিল ২৪ লাখ ৯১ হাজার ২১৯টি। এসবের মধ্যে ঠিক কী পরিমাণ যানবাহন সিএনজিচালিত তার সঠিক পরিসংখ্যান নেই বিআরটিএ’র কাছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গেল সপ্তাহে দেশের সড়কে ৭২ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে শুধু নরসিংদী ও ফরিদপুরেই ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছেন ২৪ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, নরসিংদীতে দুর্ঘটনায় ১১ জন নিহত হয়। গত ১০ ফেব্রুয়ারি রাতে ফরিদপুরের নগরকান্দায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় ১৩ জন দগ্ধ হয়ে মারা যান।

অন্যদিকে ২০১৫ সালের ২৯ অক্টোবর সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল নামক স্থানে তিতাস পরিবহনের একটি চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন ১০ জন।

২০১৬ সালের ২০ আগস্ট বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলেও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ডিপো। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ২২টি গ্যাস সিলিন্ডারে একসঙ্গে আগুন লেগে যায়। আর আগুন লাগার আগে চার থেকে পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। পদ্মা ওয়েল কোম্পানির তিনটি ট্রাক বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়।

২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে এনএনবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ২০ জন আহত হন।

২০১৬ সালের ১৪ মার্চ রাজধানীর সায়েন্সল্যাব সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ওই সময় জানায়, যান্ত্রিক ক্রুটির কারণে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।

সর্বশেষ ১২ ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাসের আগুন নিভিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিসের সদর দফতর জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, তিন বছরে যানবাহনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দেড় শতাধিক ঘটনা ঘটেছে। জনসাধারণের সচেতনার পাশাপাশি প্রয়োজন সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শক্ত পদক্ষেপ।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ বলেন, সংকট দেখিয়ে গ্যাসকে মুনাফাখোরদের ব্যবসার খাত বানানো হয়েছে। নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই গ্যাস সিলিন্ডারের লাইসেন্সও দিচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। যে কারণে দুর্ঘটনা বাড়ছে।

যোগাযোগ করা হলে বিস্ফোরক অধিদফতরের প্রধান পরিদর্শক সামসুল আলম জাগো নিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে জেনেও নিয়মিত পরীক্ষা করা হচ্ছে না। প্রাইভেটকারের কিছু সিলিন্ডারের ফিটনেট রিপোর্ট আসে। তবে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা অন্যান্য যানবাহনের কোনো তথ্যই অধিদফতরের কাছে নেই। আইন না থাকায় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানান তিনি।

জেইউ/জেডএ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।