নতুনরূপে সাজছে দোয়েল চত্বর


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৯ মার্চ ২০১৬

নতুনরূপে সাজছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ‘দোয়েল চত্বর’। এক সময় দোয়েল চত্ত্বরের জোড়া দোয়েল পাখি পথচারীদের দৃষ্টি কাড়লেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে গত কয়েকবছর যাবত এটি শ্রী হারিয়ে ফেলে। তাছাড়া সীমানা চত্বরের প্রাচীর ভেঙে যাওয়ায় এটি ভবঘুরে ও মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল।

মঙ্গলবার বিকেলে সরজমিন পরিদর্শনকালে দেখা গেছে দোয়েল চত্বরের সীমানা প্রাচীরে চটের ছালা দিয়ে ঘেরাও করে ভেতরে সংস্কারের কাজ চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা ব্যাংকের অর্থায়নে দোয়েল চত্বরের সৌন্দর্যবন্দনে সংস্কার কাজ শুরু হয়েছে। সাদা কালো রংয়ের দোয়েল পাখি দুটিকে ইতোমধ্যেই রং করা হয়েছে। আগামী ২৬ মার্চের মধ্যে নতুনরূপে দেখা যাবে দোয়েল চত্ত্বরকে।

dual

সংস্কার কাজের ঠিকাদারীর দায়িত্ব পেয়েছে ডিজাইন ল্যাব আর্কিটেক্ট নামে একটি কোম্পানি। কোম্পানিটির দায়িত্বপ্রাপ্ত পাপ্পু নামের একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, চৌহদ্দির ভেতরে সুন্দর একটি বাগান তৈরি হবে। বাগানের বাইরে যে জায়গাটুকু থাকবে সেখানে টাইলস্ বসানো হবে।

এছাড়া নানা রঙ্গের বাতিসহ ফোয়ারা তৈরির কাজ চলছে। বাইরের প্রাচীরে প্রতি দুই ফুট অন্তর এসএসপাইপ ও গ্লাস দিয়ে ঘেরাও থাকবে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই এটি উদ্বোধন করার হবে বলেও জানান তিনি।

এমইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।