অসৎ মানুষ অসৎ কাজ, শত ধিক্কার শত লাজ


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ মার্চ ২০১৬

ছড়া-ছন্দে নীতি ও স্বাস্থ্যকথা তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নৈতিকতা কমিটি। স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম এ কমিটির আহ্বায়ক। বাংলা বর্ণমালার আদি ‘অ’ অক্ষর থেকে শুরু করে শেষ অক্ষর ‘চন্দ্রবিন্দু’ পর্যন্ত অক্ষর দিয়ে ছড়া-ছন্দে বিভিন্ন নীতি ও স্বাস্থ্যকথা তৈরি করা হয়েছে। স্বাস্থ্য সেক্টরে কর্মরত চিকিৎসক কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালনে নানা উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে এটি তৈরি হয়েছে।

Health

স্বরবর্ণের ছড়াছন্দে ক্রমানুসারে বলা হয় - ‘অ-তে অসৎ মানুষ অসৎ কাজ, শত ধিক্কার শত লাজ। আ-তে আলস্যে অশ্রদ্ধা, শ্রমে অনুরাগ, কর্মঠ হও, দূর কর সব লাজ। ই-তে ইলেকট্রনিক স্বাস্থ্যসেবা, বাদ রইল কোথায় কেবা? ঈ-তে ঈর্ষা করা ভাল নয়, সুজন মানুষ তাইতো কয়। উ-তে যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি, এটাই হোক সবার প্রতিশ্রুতি। ঊ-তে উষার আগে উঠবো জেগে আমি, করবো কাজ সময়টাতো দামি। ঋ-তে ঋজু মানুষ উচ্চ করে শির, তাই তো বলি বীর বাঙ্গালি বীর। এ-তে একতাই শক্তি একতাই বল, রইবোনা একা আর, চলরে তোরা চল। ঐ-তে ঐশ্বর্য চাই নৈতিকতার, প্রতিষ্ঠা হোক সততার। ও-তে ওভাই, ওবোন কইগো সকল, সৎ মানুষের কাছে হইতো শীতল। ঔ-তে ঔষধ খাব নিয়ম মেনে স্বাস্থ্য বিধান নেব জেনে।

Health

আবার ব্যঞ্জনবর্ণেও ছড়া-ছন্দে বলা হয়; ক- তে শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। খ-তে খাব পথ্য ঔষধ নিয়ম মতন, ডাক্তারের কথায় হবে রোগ প্রশমন। গ-তে গর্ব মোদের দেশের জন্য, কর্ম করে হই ধন্য। ঘ-তে ঘুম আনে শান্তি, দূর করে যত ক্লান্তি, ঘুম মানে নিমগ্ন ও নির্ভার, সুস্বাস্থ্যের প্রেসক্রিপশন সহজ ও সুন্দর। তবে বেশি ঘুম ভাল নয়, জ্ঞানী গুণী তাইতো কয়। ঙ-তে রঙ দিয়ে জয় নয়, সঙ দেখলে ভয় হয়।

চ-তে চুরি করা অপরাধ জেনে রেখো ভাই, ক্ষমা নাই তার ক্ষমা নাই। ছ-তে ছেলেমেয়ে বিভেদ নয়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে দেশের মঙ্গল হয়। জ-তে জগতজুড়ে সেই মানুষই ভাল, অন্ধকার দেয় যে কেবল কালো, ঝ-তে ঝড় ঝঞ্জা জীবনে আসবে, সত্যকে মেনে নিতে হবে।

Health

ট-তে টাকার জন্য চাই সৎপথ, এতে নেই ভিন্ন কোন মত। ঠ-তে ঠক হতে ভাই সাবধান, রাখে না সে দেশ ও দশের মান। ড-তে ডাক্তার তিনি সজ্জন, সেবা দিয়ে করে অর্জন, টাকা কড়ি বড় নয়-সেবাটাই মুখ্য, যতনেতে দূর হয় রোগীদের দুঃখ। ঢ-ঢাল হচ্ছে সততা, দেয় সুরক্ষা আর নিরাপত্তা। ণ-তে ণ ও ন এর পার্থক্য, জেনে নেই বিধিবিধান, মনে রেখো ভাষা শহীদের অবদান।

ত-তে তথ্য পাবে জনগণ, তবেই নিশ্চিত উন্নয়ন। থ-তে থর থর কাঁপে মানুষ যে অসৎ, জানে সে পরিণাম অতি নির্মম। দ-দুর্নীতির বিরুদ্ধে লড়বো, দেশটাকে সবাই মিলে গড়বো। ধ-তে ধন কি কোন কাজে লাগে, মান যদি নাইবা থাকে। ধ-তে ধূমপানে বিষপান, নেশার চাই অবসান। ন-তে নারী ও শিশু সবার আগে স্বাস্থ্যসেবায় প্রাধান্য পাবে।

Health

প- প্রতিবাদেও জন্য সাহস চাই, সাহস ছাড়া জীবন নাই। ফ-তে ফল ও সব্জিতে খনিজ ও ভিটামিন, পুষ্টি প্রাণ শক্তি অন্তহীন। ব-তে বিজয় পতাকার সম্মান, রাখবই রাখব যাক সে তুচ্ছপ্রাণ। ভ-তে ভেজাল ওষুধ বন্ধ, অসৎ মানুষ জব্দ। ম-তে মাতৃমৃত্যু রুখিবার, আছে দৃঢ় অঙ্গীকার।

য-তে যে কেউ জানাতে পারে দুর্নীতির সংবাদ, আইনের শক্তি, আইনের আর্শীবাদ। র-তে রোগী যখন বেদনায় কাতর, সেবা চাই তখন নিরন্তর। ল-তে লাল সবুজ ঔষধে সরকারের ভালবাসা, সুস্থ সমৃদ্ধ জাতি, এই আমাদের আশা। শ-তে শিশুর জন্য নিরাপদ আগামীর রচনা, এটাই হউক সবার সাধনা। ষ-তে ষড়রিপু করবো জয়, নৈতিককতার নাই ক্ষয়।

Health

স-তে সরকারি সম্পত্তি, সরকারি রতন, করি রক্ষণ, করি যতন। হ-তে হাতের মুঠোয় স্বাস্থ্য সেবা এখন, ডাক্তারের পরামর্শে টেলিফোন আছে যখন। ড়-তে বড় যদি হতে চাও ছোট হও তবে, ক্ষুদ্র এ জীবনে অমিত শক্তি তবে। ঢ়-তে দৃঢ়  মানুষ একলা পথে হাঁটে, তাকে দেখে দশটা মানুষ জাগে। য়-তে ন্যায়ের পথে থাকবে যদি, অন্যায় অপরাধে আনবে শুদ্ধি। ৎ-তে হারজিত চিরদিন থাকবে, জীবনের সত্যতা মানবে।ঁ-তে  বাঁচিতে বাঁচাতে মনুষ্য প্রাণ, শরীরে চাই, স্বাস্থ্যেও মঙ্গল বিধান।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের একাধিক কর্মকর্তা বলেন, বিলম্বে হলেও ব্যতিক্রমধর্মী এ উদ্যোগটি গ্রহণের ফলে স্বাস্থ্য বিভাগের হাজার হাজার কর্মচারী অন্তত ভাল কিছু নীতি উপদেশ সম্পর্কে ওয়াকিবহাল হবে। এগুলো মনে থাকলে স্বাস্থ্যসেবা প্রদানের মান নিশ্চিত উন্নতি হবে বলে ওই কর্মকর্তারা মন্তব্য করেন।

এমইউ/জেএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।