স্টেডিয়ামে নেই ভারতের পতাকা, যে ব্যাখ্যা দিলো পিসিবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তৈরি হলো আরও এক বিতর্ক। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যুগুলোর অন্যতম করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অন্যান্য দেশের পতাকা উড়ানো হলেও নেই ভারতের পতাকা।

সাধারণত আইসিসি ইভেন্টে অংশগ্রহণকারী সবগুলো দেশের পতাকা উত্তোলন করা হয়। প্রতিটি দেশের সম্মনার্থেই এমন রীতি প্রচলিত। তাহলে পাকিস্তানে কেন ভারতের পতাকা উড়ানো হয়নি, তা নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহল, জমেছে প্রশ্নও।

সেটি কি দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণেই করা হয়েছে নাকি অন্য কোনো বিষয়?

প্রশ্নের উত্তর জানতে ভারতের বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’ যোগাযোগের চেষ্টা করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। এরপর পিসিবিতে নিজস্ব সূত্রও পেয়ে যায় তারা। তবে নাম-পরিচয় প্রকাশ করেনি ‘আইএএনএস’।

পিসিবির ওই সূত্র আইএএনএস-কে বলেন, ‘আপনি জানেন, ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ তাদের ম্যাচ পাকিস্তানে এসে খেলবে না (ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে)। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেসব দেশ খেলবে, (শুধু) তাদের পতাকা উত্তোলন করা হয়েছে।’

এক পর্যায়ে বাংলাদেশের বিষয়টিও উঠে আসে। কারণ, ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বাংলাদেশেল লাল-সবুজ পতাকাও দেখা যায়নি।

সূত্র জানায়, ‘ভারতীয় দল তাদের ম্যাচগুলো দুবাইতে খেলবে। দ্বিতীয়ত, বাংলাদেশ দল এখনও পাকিস্তানে আসেনি এবং তারা প্রথম ম্যাচ ভারতে বিপক্ষে দুবাইতে খেলবে। তাই তাদের পতাকা উত্তোলন করা হয়নি। অন্য যেসব দেশ এখানে এসেছে এবং পাকিস্তানে খেলবে, তাদের পতাকা স্টেডিয়ামে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সেখানে খেলতে আসা দলগুলোর সম্মানে তাদের পতাকা উত্তোলন করা হচ্ছে।’

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।