মুশফিককে মাশরাফি

‘তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে’

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৬ মার্চ ২০২৫

বুধবার রাতেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। প্রায় ১৯ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো একটি ফেসবুক স্ট্যটাসে। যেখানে মুশফিক জানিয়েছেন ওয়ানডে থেকে অবসরের কথা।

কিছু আক্ষেপও ছিল ওই স্ট্যাটাসে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে যে সমালোচনার মুখে পড়েছিলেন, সেখান থেকেই মূলত অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাসে জানিয়েছেন মুশফিক।

মুশফিকের অবসরের সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেটে সমাপ্তি ঘটলো একটি অধ্যায়ের। অনেক সাফল্য-ব্যর্থতা সঙ্গী ছিল তার। তবে, মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ, বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার সাফল্যের কথাগুলোই স্মরণ করতে চাইলেন।

মুশফিকের অবসর ঘোষণা দেয়ার পরপরই ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেইজে অনুভূতি ব্যক্ত করেন মাশরাফি। সেখানে শুধু মুশফিকের প্রশংসাই করলেন ম্যাশ।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে অনেকটা আবেগি ভাষায় মাশরাফি মুশফিককে উদ্দেশ্য করে লিখেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!’

‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে।’

‘তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে। আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও...।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।