যে একাদশ নিয়ে ফাইনাল খেলছে ভারত-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৯ মার্চ ২০২৫

নিউজিল্যান্ড একাদশে ম্যাট হেনরি থাকবেন কি থাকবেন না তা নিয়ে ছিল সবচেয়ে বড় প্রশ্ন। ইনজুরির কারণে ফাইনাল ম্যাচে সত্যি সত্যি ছিটকে পড়লেন তিনি। নিউজিল্যান্ড একাদশে ম্যাট হেনরির পরিবর্তে নেয়া হয়েছে ডানহাতি ফাস্ট মিডিয়াম নাথান স্মিথকে।

এখনও পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছেন ২৬ বছর বয়সী স্মিথ। তার ঝুলিতে রয়েছে ৭টি উইকেট। অথচ, আগের ম্যাচে ভারতের বিপক্ষে একাই ৫ উইকেট নিয়েছিলেন ম্যাট হেনরি। তার পরিবর্তে আজ নাথান স্মিথ কি করতে পারেন সেটাই দেখার।

এছাড়া নিউজিল্যান্ড একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি। তিন স্পিনার নিয়ে নেমেছে কিউইরা। মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার এবং রাচিন রাবিন্দ্রা। পেসার তিনজন। কাইল জেমিসন, নাথান স্মিথ এবং উইল ও’ররকি।

ভারত খেলতে নেমেছে কোনো পরিবর্তন ছাড়াই। এর অর্থ চারজন স্পিনার নেয়া হয়েছে দলটিতে। বরুন চক্রবর্তি, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবিন্দ্র জাদেজা। পেসার মোহাম্মদ সামি ও হার্দিক পান্ডিয়া।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়ং, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’ররকি।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ সামি, বরুন চক্রবর্তি।

আএইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।