কত টাকায় মোস্তাফিজকে কিনে নিলো দিল্লি!

৫০ লাখ রুপি দিয়ে আইপিএলে যাত্রা শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান। ২০১৬ আইপিএলের নিলাম থেকে সবচেয়ে কমমূল্যে সবচেয়ে বড় রত্নকে কিনে নিয়েছিলো হায়দরাবাদ। যার হাত ধরে সেবারই সর্বশেষ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলো হায়দরাবাদের ফ্রাঞ্জাইজিটি।
আইপিএলে এরপর মোস্তাফিজ ছিলেন হটকেক। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন তিনি। ৫০ লাখ রুপি থেকে মোস্তাফিজের ভিত্তিমূল্য উঠেছিলো সর্বোচ্চ ২ কোটি রুপি পর্যন্ত। ফ্রাঞ্চাইজিগুলো ২ কোটি রুপি ভিত্তিমূল্যেই সর্বশেষ কিনেছিলো তাকে।
২০২২ সালের নিলামে ২ কোটি রুপিতে দিল্লি কিনেছিলো বাংলাদেশের কাটার মাস্টারকে। পরের বছর তাকে রিটেইন করে একই মূল্যে। ২০২৪ নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যেই চেন্নাই সুপার কিংস কিনে নিয়েছিলো বাঁ-হাতি এই পেসারকে।
২০২৫ আইপিএল নিলামে নাম থাকলেও কেউ মোস্তাফিজসহ বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই কেনেনি। ফলে এবার আইপিএল ছিল পুরোপুরি বাংলাদেশী তারকাশূন্য।
তবে, সেই শূন্যতা কেটেছে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে। ৪-৫ দিনের এই যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় আইপিএল। এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হলে দল বেধে আইপিএলে খেলা বিদেশি ক্রিকেটাররা ছেড়ে যায় ভারত।
নতুন করে আইপিএলের বাকি অংশ শুরু হবে ১৭ মে, শনিবার থেকে। এই অংশে অনেক বিদেশি ক্রিকেটারকেই হারাচ্ছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক।
তার পরিবর্তে দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে চুক্তিভূক্ত করে নিয়েছে দিল্লি। সর্বশেষ নিলাম থেকে ম্যাগার্ককে ৯ কোটি রুপিতে কিনেছিল দিল্লি। ইএসপিএন ক্রিকইনফো আইপিএলের বাকি অংশের জন্য বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে কিনে নিলো দিল্লির ফ্রাঞ্চাইজিটি।
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটার হলেন এখন মোস্তাফিজ। এর আগে কলকাতা নাইট রাইডার্স ৪ কোটি রুপিতে কিনেছিলো মাশরাফি বিন মর্তুজাকে। এতদিন সেটাই ছিল বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য পাওয়ার ঘটনা।
আইএইচএস/