সাবেক তারকা ক্রিকেটারদের কাজে লাগানোর তাগিদ বুলবুলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০১ জুন ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বেশ কয়েক বছর ধরেই এক ঝাঁক সাবেক জাতীয় ক্রিকেটার কাজ করছেন। জাতীয় দলের উল্লেখযোগ্য সংখ্যক সাবেক অধিনায়কও নানান পদে বোর্ডে আছেন।

আকরাম খান এখনো বোর্ড পরিচালক। প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু জাতীয় দলের সাবেক অধিনায়ক। জাতীয় দলের অন্য দুই সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমনও আছেন বোর্ডে।

বিসিবির প্রধান হিসেবে ৮ মাসের বেশি সময় কাজ করেছেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক ফারুক আহমেদ। এখন তার জায়গায় বিসিবি প্রধানের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

তার সঙ্গী ও পূর্বসূরীদের নিয়ে আমিনুল ইসলাম বুলবুলের ভাবনা কী? জাতীয় দলের সাবেক অধিনায়কদের কাছ থেকে তার প্রত্যাশাইবা কী? আজ শনিবার বিএসজেএ ভবনে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া এ প্রশ্নের জবাবে বিসিবির নতুন প্রধান আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার জানিয়ে দিলেন, জাতীয় দলের সাবেক অধিনায়কদের তিনি কাজে লাগাতে চান।

বুলবুল বলেন, ‘জাতীয় দলের সাবেক অধিনায়করা একেকজন বড় লিজেন্ড। যাদের ক্রিকেট অভিজ্ঞতা অনেক। তারা মাঠ, উইকেট, ড্রেসিংরুম সম্পর্কে সম্যক অবগত। এবং সবাই নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ। তাদের সবাইকে ভালোমত কাজে লাগাতে হবে।’

বিসিবির নতুন সভাপতি বলেন, ‘নান্নু ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। আকরাম বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। লিপু ভাই, হাবিবুল বাশার তারা তো একেকজন কিংবদন্তি। তাদের সবচেয়ে বড় এডভান্টেজ হলো তারা মাঠের চরিত্র, উইকেটের চরিত্র, ড্রেসিংরুমের চরিত্র- সব জানেন। এই ধরনের এক্সপার্টদের আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। তবে এটা ঠিক যে একজন খেলোয়াড় সরাসরি ভালো প্রশাসক বা ভালো কোচ হয় না। সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করব।’

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।