পাওয়ার প্লেতে উড়ন্ত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০১ জুন ২০২৫

সিরিজ হাতছাড়া হয়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মান বাঁচানোর চেষ্টা করছে বাংলাদেশ। এই ম্যাচে পাওয়ার প্লেতে দুর্দান্ত করেছে টাইগাররা। ৬ ওভারে বিনা উইকেটেই ৫৩ রান তুলেছে বাংলাদেশ।

লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে যদিও ক্যাচ তুলে জীবন পান তানজিদ তামিম। হাসান আলির বলে বাউন্ডারিতে কঠিন ক্যাচটি ধরতে পারেননি ফাহিম আশরাফ।

অন্যদিকে পারভেজ হোসেন ইমন চালিয়ে খেলতে থাকেন। তার মারকুটে ব্যাটিংয়ে ৫.৩ ওভারেই পঞ্চাশ পার করে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গে পাওয়ার প্লেতে ৩৬ বলে ৫৩ রানে অবিচ্ছিন্ন আছেন ইমন। ইমন ২০ বলে ৩৫ আর তানজিদ তামিম ১৬ বলে ১৭ রানে অপরাজিত আছেন।

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।