আইপিএল ফাইনাল

টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৩ জুন ২০২৫

টি-টোয়েন্টিতে ম্যাচ জিততে হলে টস বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। টস জয় মানে অর্ধেক ম্যাচ জয়ের সমান। এমন পরিস্থিতিতে আইপিএলের মত টুর্নামেন্টের ফাইনালে টস জিততে পারাটা বিশাল এক সৌভাগ্যের বিষয়।

এবারের আইপিএলের ফাইনালে টস ভাগ্যটা গেলো পাঞ্জাব কিংসের কাছেই। রজত পাতিদারের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন স্রেয়াশ আয়ার। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

স্রেয়াশ আয়ার আইপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অধিনায়ক। গত আসরে তার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার পাঞ্জাব কিংসকে তিনি তুলে এনেছেন ফাইনালে। এবারও কি আয়ারের হাতে উঠবে আইপিএল শিরোপা?

অন্যদিকে আইপিএলে এর আগে তিনবার ফাইনাল খেলেছে রয়েলে চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এবার কি বিরাট কোহলির হাতে শিরোপা উঠবে?

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।