ড্রেসিংরুমে গিয়ে দলকে অভিনন্দন বিসিবি সভাপতির

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৫ জুলাই ২০২৫

শেষ ম্যাচে পারফরম্যান্স ভালো হয়নি। বাংলাদেশকে নাকাল করে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। তবে সবমিলিয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজটি ছিল বাংলাদেশের জন্য অনেক অর্জনের, প্রাপ্তির।

পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল লিটন দাসের দল। পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনই টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারা বাংলাদেশ এবার ইতিহাস গড়েছে।

শেষ ম্যাচে না পারলেও ইতিহাসগড়া দলকে অভিনন্দন জানাতে টাইগার ড্রেসিংরুমে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও সাবেক অধিনায়ক ছিলেন। দলকে উজ্জীবিত করার মন্ত্র ভালোই জানা আছে বুলবুলের।

বুলবুলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকদের কয়েকজনও। এ সময় বাংলাদেশ দলের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল সময় কাটাতে দেখা যায় বিসিবি সভাপতিকে।

প্রসঙ্গত, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। তবে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে ৮ রানে জিতে সিরিজের ট্রফি নিশ্চিত করে রেখেছিল স্বাগতিক দল।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।