চোট কেটে গেছে, ওভাল টেস্টের জন্য ভারতের সব পেসার প্রস্তুত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৮ জুলাই ২০২৫

ওভাল টেস্টের আগে ভারতীয় দলের সব পেসারই ফিট হয়ে উঠেছেন ও একাদশে খেলানোর জন্য বিবেচনায় রয়েছেন বলে নিশ্চিত করেছেন হেড কোচ গৌতম গম্ভীর। ওভালে হবে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট, যা আগামী ৩১ জুলাই শুরু হবে।

সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচটি জিততেই হবে ভারতকে। এই ম্যাচে ভারতীয় দলের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহর খেলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি; যদিও সিরিজ শুরুর আগে বলা হয়েছিল, সর্বোচ্চ তিনটি টেস্ট খেলবেন বুমরাহ।

গতকাল রোববার ড্রয়ের মাধ্যমে শেষ হওয়া ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বুমরাহর গতি কিছুটা কম দেখা গিয়েছিল। যদিও এর পেছনে শুধু ডানহাতি এই পেসারের ক্লান্তি নয় বরং নরম আউটফিল্ড ও পিচকেও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে চতুর্থ দিনের দুপুরের আগেই খেলা শেষ হওয়ায় বিশ্রামের জন্য কিছুটা সময় পেয়েছেন বুমরাহ।

ভারত তৃতীয় টেস্টে নেমেছিল ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়ে। অর্শদীপ সিংয়ের হাতের চোট, আকাশ দীপের কুঁচকির ইনজুরি ও মোহাম্মদ সিরাজের ক্লান্তির কারণে দলে ছিল ঘাটতি। সেই কারণে ভারত থেকে আনশুল কাম্বোজকে ডেকে আনা হয়েছিল।

রোববার ম্যাচ শেষে গম্ভীর বলেন, ‘সব পেসারই ফিট। কোনো ইনজুরি নেই।’

বুমরাহ শেষ টেস্ট খেলবেন কি না, সে প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘এই মুহূর্তে আমরা এখনো কোনো আলোচনা করিনি দলগত গঠনের বিষয়ে।বুমরাহ খেলবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। তবে যেই খেলুক, সে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেবে।’

গম্ভীর মনে করেন, এই ভারতীয় দলটি অভিজ্ঞতাহীন হলেও এই মুহূর্তে দেশের সেরা দল।

তিনি বলেন, ‘আমরা এখনো সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছি। এটা ভারতীয় দল, হ্যাঁ এখানে কিছুটা অনভিজ্ঞতা আছে, কিন্তু এটিই এখনকার সেরা ভারতীয় দল। সুতরাং আমরা এখনো পিছিয়ে আছি ২-১ ব্যবধানে। আশা করি ২-২ করে সমতা ফেরাতে পারবো। সেটিই হবে একটা বড় অর্জন।’

তিনি আরও বলেন, ‘ওভালের ম্যাচে আমরা আত্মবিশ্বাস নিয়ে যাবো, তবে কোনো কিছুই হালকাভাবে নেওয়া যাবে না। এটা হবে একেবারে নতুন ম্যাচ, শক্তিশালী ইংল্যান্ড দলের বিপক্ষে। আমরা অবশ্যই এর জন্য প্রস্তুত।’

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।