আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে দারুণ শুরু করেছেন মোস্তাফিজুর রহমান। তার দল দুবাই ক্যাপিটালস না জিতলেও বল হাতে ২ উইকেট শিকার করেছেন তিনি।

গতকাল (৬ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে অভিষেক হয় মোস্তাফিজের। সেই ম্যাচে গালফ জায়ান্টের বিপক্ষে ২৬ রান খরচায় ২ উইকেট নেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। ফিল্ডিংয়ে নিয়েছেন দুটি ক্যাচ।

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাটিং করে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দুবাই ক্যাপিটালস। সেই রান গালফ জায়ান্টস তাড়া করে নিয়েছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে।

অভিষেকে খেলতে নেমেই প্রথম বলে উইকেট পেয়েছেন মোস্তাফিজ। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ফেরেন তার বলে। তিনি ওপেনিংয়ে নেমেছিলেন গালফের হয়ে। সেই ওভারে ১১ রান খরচ করেন তিনি।

পাওয়া প্লের শেষ ওভারে বোলিং করতে এসে সুযোগ তৈরি করেন উইকেটের। ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু সেটি নিতে পারেননি ডেভিড উইলি। মিস করে বানিয়ে দেন চার। সেই ওভার দেন ১০ রান। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

১২তম ওভারে আবারও বল হাতে এসে উইকেট নেন মোস্তাফিজ। কেবলমাত্র ২ রান খরচ করেই আউট করেন অর্ধশতক হাঁকানো পাতুম নিশাঙ্ককেট। ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান।

মোস্তাফিজের বোলিং কোটা শেষ হওয়ার পর গালফের দরকার ছিল ২৪ বলে ২৯। সেই সমীকরণ মেলাতো কষ্ট হয়নি গালফের। নিশাঙ্কা ৩১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।