ইংল্যান্ডের লক্ষ্য ১৭৫, অ্যাশেজে দুইদিনেই শেষ হচ্ছে আরেকটি টেস্ট?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫

পার্থে সিরিজের প্রথম টেস্টটি শেষ হয়েছিল মাত্র দুইদিনেই। মেলবোর্নে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টেও একই ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, দুইদিনেই শেষ হওয়ার পথে আরেকটি টেস্ট।

লো স্কোরিং টেস্টে ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তিন ইনিংসে দুই দল এখন পর্যন্ত এমন রান করতে পারেনি। দিনের খেলা বাকি ৫৪ ওভারের মতো।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৫২ রানের জবাবে ১১০ রানে অলআউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করেছে ১৩২।

ট্রাভিস হেড ৪৬, স্টিভেন স্মিথ ২৪ আর ক্যামেরুন গ্রিন করেন ১৯। বাকিরা কেউ দুই অংক ছুঁতে পারেননি।

ইংল্যান্ডের ব্রাইডন কার্সে ৪টি আর বেন স্টোকস নিয়েছেন ৩টি উইকেট।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।