৭ রানে ৮ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫

টি-টোয়েন্টির এক ইনিংসে ৭ রান খরচায় একাই ৮ উইকেট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ডই গড়ে ফেললেন ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে। শুক্রবার মিয়ানমারের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি।

এত দিন টি-টোয়েন্টিতে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র দুবার। ৮ রানে ৭ উইকেট নিয়ে তালিকার বিশ্বরেকর্ডের মালিক ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০২৩ সালে চীনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

আর চলতি বছরই ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ। ইয়েশে তাদের পেছনে ফেললেন একাই ৮ উইকেট নিয়ে।

গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে ৯ উইকেটে ১২৭ রান তোলে ভুটান। জবাবে সোনামের ঘূর্ণিতে মিয়ানমার অলআউট হয় মাত্র ৪৫ রানে!

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।