জিতেও মেলবোর্নের পিচকে আদর্শ মানছেন না স্টোকস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

৩-০ তে সিরিজ হেরেছে ইংল্যান্ড। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে মেলবোর্ন টেস্ট দুইদিনে জিতে। এতে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের জয়ের খরার অবসান ঘটেছে প্রায় ১৫ বছরের।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংলিশরা জয় পেয়েছে ৪ উইকেটে। ২০১১ সালের পর এটি অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়।

চলমান অ্যাশেজে দুইদিনে শেষ হওয়া দ্বিতীয় টেস্ট এটি। এত অল্প সময়ে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দুই দিনে ৩৬ উইকেটের পতন হয়েছে। এতেই স্পষ্ট যে ব্যাটারদের জন্য পিচ কতটা কঠিন ছিল।

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ম্যাচ জিতলেও পিচকে আদর্শ বলে মনে করেননি। তবে রান তাড়ায় দলের কৌশল ও মানসিক দৃঢ়তায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বলেন, পিচ বোলারদের জন্য কিছুটা বেশি সহায়ক ছিল। তার মতে, দুই ইনিংসে আরও ৫০–৬০ রান করতে পারলে ফল ভিন্ন হতে পারত।

অ্যাশেজ সিরিজে আগেই পিছিয়ে পড়া ইংল্যান্ডের জন্য এই জয় ছিল আত্মবিশ্বাস ফেরানোর উপলক্ষ। গ্যালারিতে ইংল্যান্ড সমর্থকদের উচ্ছ্বাসই ছিল তার প্রমাণ।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।