গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে খালেদ মাহমুদ সুজন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ৩০ জুলাই ২০১৭

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, রক্তচাপ (ব্লাড প্রেসার) বেড়ে যাওয়ার কারণেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

আজ সন্ধ্যার পরই অসুস্থ হয়ে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।

সর্বশেষ জানা গেছে, তার অবস্থা অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার তাকে সিঙ্গাপুর নেয়া হতে পারে।

খালেদ মাহমুদ সুজন, জাতীয় দলের ম্যানেজারই নন শুধু তিনি বিসিবি পরিচালক এবং গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে ঢাকা আবাহনীর কোচ। এছাড়া বিপিএল ঢাকা ডাইনামাইটসেরও কোচের দায়িত্ব পালণ করছেন তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।