১৩ ক্রিকেটারকে ফেরত আনল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১২ আগস্ট ২০১৭

হঠাৎ করেই সিদ্ধান্ত পরিবর্তন করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া ১৩ ক্রিকেটারের অনাপত্তিপত্র (এনওসি) হঠাৎ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যে কারণে সিপিএল এবং কাউন্টিতে টি-টোয়েন্টি ব্ল্যাস্ট মাঝপথে রেখেই দেশে ফিরে আসতে হচ্ছে মোহাম্মদ আমির-সরফরাজ আহমেদ-ফাখর জামানদের।

মূলতঃ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্যই পাকিস্তানের এই ১৩জন ক্রিকেটারকে এনওসি বাতিল করে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে পিসিবি। এছাড়া সামনে জাতীয় দলের সূচি রয়েছে। সে উদ্দেশ্যেও খেলোয়াড়দের প্রস্তুতি নেয়ার প্রয়োজন রয়েছে।

৪ আগস্ট থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ১০জন ক্রিকেটারকে খেলার অনুমতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদের মধ্যে সাতজন রয়েছেন পিসিবির কেন্দ্রীয় চুক্তিভূক্ত ক্রিকেটার। বাকি তিনজন চুক্তির বাইরের। এই তিনজন হলেন কামরান আকমল, সোহেল তানভির এবং মোহাম্মদ সামি। রাওয়ালপিন্ডি, করাচি এবং লাহোর হোয়াইটস- এই তিনজনকে ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের দলে রেখেছে। সিপিএল শেষ হওয়ার কথা ৯ সেপ্টেম্বর।

শুধু সিপিএলে খেলা ১০ ক্রিকেটার নয়, একই বার্তা পৌঁছেছে কাউন্টি খেলতে থাকা জাতীয় দলের অধিনায়ক সরফরাজ আহমেদ, পেসার মোহাম্মদ আমির এবং ওপেনিং ব্যাটসম্যান ফাখর জামাদের প্রতিও। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে আমির খেলছেন এসেক্সের হয়ে। সেপ্টেম্বর পর্যন্ত তার দলের সঙ্গে থাকার কথা। ইয়র্কশায়ারের হয়ে খেলছিলেন সরফরাজ এবং সমারসেটে নাম লিখিয়েছিলেন ফাখর জামান।

তিনজনেরই এনওসি বাতিল করে দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

হঠাৎ দেশে ফেরার নির্দেশ দেয়া ১৩ ক্রিকেটার
সিপিএল : ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক, শাদাব খান, হাসান আলি, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, বাবর আজম, মোহাম্মদ সামি, সোহেল তানভির এবং কামরান আকমল।

কাউন্টি : সরফরাজ আহমেদ, ফাখর জামান এবং মোহাম্মদ আমির

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।