আবারও ব্যর্থ তামিম, পেশোয়ারের দ্বিতীয় হার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

প্রথমে ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরেছিলেন। তবে তৃতীয় ম্যাচে এসে আবারও ব্যর্থ হলেন তামিম। সাজঘরে ফিরে গেলেন মাত্র ১১ রান করে। আর তার দলও দ্বিতীয় হারের স্বাদ পেল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। শুরুটা ভালোই হয়েছিল দলটির। প্রথম ওভারেই দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন কামরান আকমল। কিন্তু মোহাম্মদ আমিরের বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার।

আমিরের দ্বিতীয় শিকার হন তামিম। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেয়ার আগে ১২ বলে ২টি চারে ১১ রানের ইনিংস খেলেন টাইগার তারকা। দুই ওপেনারের বিদায়ের পর ডোয়াইন স্মিথ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। এক প্রান্ত ধরে খেলে ৫১ বলে অপরাজিত ৭১ রান করেন ক্যারিবিয়ান এই তারকা।

জবাবে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় করাচি। টুর্নামেন্টে এটি দুই ম্যাচে তাদের দ্বিতীয় জয়। করাচির পক্ষে জো ডেনলি ২৯ ও বাবর আজম করেন ২৮ রান।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।