‘ক্যাম্প শুরুর আগেই সবাই সুস্থ হয়ে যাবে’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২২ এপ্রিল ২০১৮

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি খেলে আসার পর ক্রিকেটারদের হাতে অখণ্ড অবসর। জাতীয় দলের দীর্ঘদিনের কোনো কর্মসূচি নেই। এরই ফাঁকে ক্রিকেটাররা প্রথমে খেলেছিল ঢাকা প্রিমিয়ার লিগের বাকি অংশ। এরপর এখন খেলছে বিসিএলের শেষের কয়েক রাউন্ডের খেলা। শুধুমাত্র মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান খেলছেন আইপিএল।

বিসিবিএল চলাকালীনই ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। ঢাকা প্রিমিয়ার লিগের পরপরই ইনজুরিতে পড়েছেন নাসির হোসেন। এছাড়া পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল খেলতে গিয়ে হাঁটুতে চোপ পেয়েছেন তামিম ইকবাল। অর্থ্যাৎ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন ইনজুরিতে। যদিও ইতিমধ্যে তাদের চিকিৎসা এবং রিহ্যাব শুরু হয়ে গেছে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করছেন, জাতীয় দলের পরবর্তী ক্যাম্প শুরুর আগেই সবাই সুস্থ হয়ে যাবে এবং ক্যাম্পে একসঙ্গে সবাইকে পাবেন তারা।

আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচক। ক্রিকেটারদের চোটের বিষয়ে সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘চোটের ওপর তো আর কারও হাত নেই। সামনে অনেক গ্যাপ আছে। বিসিএল ২৭ তারিখ শেষ হওয়ার পর প্লেয়াররা রিকভার করার জন্য আড়াই থেকে তিন সপ্তাহ সময় পাবে। আমার মনে হয় এর মধ্যে যারা চোটে আছে রিকভারি করবে। আমার মনে হয়, ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে সুস্থ পাব।’

খেলোয়াড়দের চোট থেকে সেরে উঠতে জাতীয় দলের ফিজিও, ট্রেনারদের ভূমিকা কি? তারা কি করছে? জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের এখানে একটা মেডিক্যাল টিম আছে, ফিজিও আছে। এরা কাজ করছে। তাদেরও দরকার এখানে। আড়াই সপ্তাহ পর যে ক্যাম্প শুরু হবে, সেখানে সবাই ইনভলমেন্ট থাকবে। আমার মনে হয়, আমাদের মেডিক্যাল টিম ভালো কাজ করছে, চেষ্টা করছে সবাইকে সুস্থ করে তোলার।’

আফগানিস্তান সিরিজে কি কোনো খেলোয়াড়দের বিশ্রাম দেয়া হবে? কেমন দল গঠন করা হবে এই সিরিজের জন্য? নান্নু বলেন, ‘আমাদের নির্বাচিত খেলোয়াড়দের রেস্ট দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি। দেশের হয়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। আমাদের বেস্ট টিমটাই খেলবে (আফগানিস্তানের বিপক্ষে)।’

বিসিএলে টানা সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করার পর তৃতীয় ইনিংসে এসেও খেলেছেন লম্বা ইনিংস। দাবি উঠেছে, তুষার ইমরানকে টেস্ট ক্রিকেটে আবারও পরখ করে দেখা হবে কি না। অন্তত ঘরের মাঠে হলেও?

জবাবে তুষার ইমরান বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে সবাই আগে। এখানে পারফর্ম করলে সেটা সবার আগে বিবেচনা করতে হবে। ঘরোয়াতে যারা পারফর্ম করছে তাদেরও একটা প্ল্যাটফর্ম দিতে হবে। এখানে সিনিয়র জুনিয়র ব্যাপার নয়। সবাইকে সমানভাবেই দেখা হয়। আন্তর্জাতিক পর্যায়ে যে নিজেকে প্রমাণ করতে পারবে তাকেই বিবেচনা করা হবে।’

বোঝাই গেলো, যারা এখন নিয়মিত খেলে যাচ্ছেন, নির্বাচকদের বিবেচনায় তারাই আগে আসবে। তবুও তুষার ইমরান কিংবা এনামুল হক বিজয়দের একেবারে ছেড়ে দেয়ার পক্ষে নন তিনি। তাদেরকে একটা প্লাটফর্ম দিতে চান। সেটা কী হতে পারে? ‘এ’ দল কিংবা এইচপি দল?

নান্নু বলেন, ‘এটা আগেও বলা হয়ছে, এইচপির প্রোগ্রাম ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে; এক থেকে দুই বছরের মধ্যে যাদের জাতীয় দলে আসতে পারে তাদেরকেই এখানে বিবেচনা করা হবে। সেভাবেই দল গঠন করা হবে। যারা পারফর্মার আছে, যাদের থেকে আন্তর্জাতিক পর্যায়ে সার্ভিস পাওয়া যেতে পারে তাদেরকেই বিবেচনা করা হবে।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।